baby

বিশ্বের দ্রুততম সন্তান, মাত্র ২৭ সেকেন্ডে জন্ম নিল মিলি

হ্যাম্পশায়ারের বাসিন্দা ওই তরুণীর নাম সফি বাগ। ৩৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা সফির মাঝ রাতেই ঘুম ভেঙে গিয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ হ্যাম্পশায়ার শেষ আপডেট: ০৮ মে ২০২১ ১০:১৪
Share:

মায়ের সঙ্গে মিলি।

সবচেয়ে কম সময়ে সন্তানের জন্ম দিলেন ব্রিটেনের হ্যাম্পশায়ারের এক তরুণী। প্রসব যন্ত্রণা শুরু হওয়া থেকে সন্তানের জন্ম দিতে তিনি নিয়েছেন মাত্র ২৭ সেকেন্ড!

Advertisement

হ্যাম্পশায়ারের বাসিন্দা ওই তরুণীর নাম সফি বাগ। ৩৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা সফির মাঝ রাতে ঘুম ভেঙে গিয়েছিল। মারাত্মক প্রসব যন্ত্রণা তাঁর ছিল না। সামান্য একটু অস্বস্তি হচ্ছিল শুধু। তলপেটে অতি সামান্য ব্যথা হচ্ছিল। শৌচাগারে যাওয়ার প্রয়োজন বোধ করছিলেন তিনি। কমোডে বসার পরই তিনি বুঝতে পারেন সন্তান বেরিয়ে আসছে।

ওই অবস্থাতেই শৌচাগার থেকে বেরিয়ে আসেন সফি। তত ক্ষণে বাচ্চার মাথা বেরিয়ে এসেছে। সফিকে এই অবস্থায় দেখে বিস্মিত হয়ে যান তাঁর স্বামী। মুহূর্তের মধ্যে সন্তানের জন্ম দেন তিনি। শৌচাগারে ঢোকা এবং সন্তানের জন্ম দেওয়া মিলিয়ে মোট ২৭ সেকেন্ড সময় লেগেছে তাঁর।

Advertisement

একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সফি। তার নাম রেখেছেন মিলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement