হাওয়াকলে আগুন ধরার ভয়াবহ দৃশ্য। ছবি সৌজন্য টুইটার।
চলন্ত হাওয়াকলে বাজ পড়তেই আগুন ধরে গেল। সেই অবস্থাতেই ঘুরতে থাকল হাওয়াকলটি। উত্তর টেক্সাসে ধরা পড়ল এমনই এক ভয়াবহ দৃশ্য।
উত্তর টেক্সাসের ক্রোওয়েলে বিশালাকৃতির বেশ কয়েকটি হাওয়াকল রয়েছে। পুলিশ ও দমকল সূত্রে খবর, সকাল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছিল। হঠাৎই একটি হাওয়াকলের উপর বাজ পড়ে। প্রথমে ধোঁয়া বেরোতে দেখা যায়। সেই অবস্থাতেই হাওয়াকলটি ঘুরছিল।
বেশ কয়েক বার ঘোরার পরই তাতে দাউদাউ করে আগুন জ্বলে যায়। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে এলেও বিশেষ কিছু করতে পারেনি। দমকল জানিয়েছে, হাওয়াকলের গিয়ারবক্সে ৮০০ গ্যালন তেল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।