Punjab

Punjab: পা নেই, দু’হাতে ভর করেই ১৫ হাজার ফুট উঠলেন পঞ্জাবের ভগবান!

যেখানে সুস্থ-সবল ব্যক্তিরা পাহাড়ে উঠতে গিয়ে হাঁপিয়ে যান, সেখানে ভগবান দু’হাতের ভরসাতেই এই উচ্চতায় উঠেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

চণ্ডীগড় শেষ আপডেট: ২৪ জুলাই ২০২২ ১৩:৪৬
Share:

পাহাড়ের এবড়ো-খেবড়ো রাস্তা বেয়ে উপরে উঠছেন ভগবান সিংহ। ছবি সৌজন্য টুইটার।

দু’পা নেই, তাতে কী! দু’হাতেই ভর করে ১৫ হাজার ফুট উঁচু পাহাড়ে চড়লেন পঞ্জাবের ভগবান সিংহ। তাঁর গন্তব্যস্থল ছিল উত্তরাখণ্ডের হেমকুণ্ড। শনিবারই সেখানে পৌঁছেছেন তিনি।

Advertisement

যেখানে সুস্থ-সবল ব্যক্তিরা পাহাড়ে উঠতে গিয়ে হাঁপিয়ে যান, সেখানে ভগবান দু’হাতের ভরসাতেই এই উচ্চতায় উঠেছেন। বছর চল্লিশের ভগবান লুধিয়ানার বাসিন্দা। গত ১৯ জুলাই একাই হেমকুণ্ডের উদ্দেশে রওনা দেন। তাঁর এই আত্মবিশ্বাসকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।

ভগবান জানিয়েছেন, তিনি আর চার-পাঁচ জন সুস্থ-সবল মানুষের মতোই ছিলেন। কিন্তু বছর দশেক আগে ট্রেন দুর্ঘটনায় তাঁর পা কাটা পড়ে। তবে প্রাণে বেঁচে যান। ভগবান এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শারীরিক প্রতিবন্ধকতার জন্য তাঁকে বাড়ির লোকেরা একা ছাড়তে চাইছিলেন না। কিন্তু তিনিও নাছোড়। হেমকুণ্ড গেলে একাই যাবেনি ঠিক করেন। অবশেষে তাঁর জেদের কাছে হার মানতে হয় পরিবারকে।

Advertisement

ভগবান বলেন, “এই সফরের সময় কখনও মনে হয়নি যে, আমার পা নেই। মনের শক্তি আর আত্মবিশ্বাসই আমাকে এত দূর টেনে নিয়ে এসেছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement