ফাইল ছবি
বিশ্ব জুড়ে ফের আছড়ে পড়েছে কোভিড তরঙ্গ। সেই তরঙ্গে অন্যতম আলোচিত নাম ওমিক্রন। এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে ওমিক্রনে সংক্রমণে হার বেশি থাকলেও ভয়াবহতা নেই। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ডেল্টায় আক্রান্তের মতো ওমিক্রন আক্রান্ত রোগীকে হাসপাতালে যেতে হচ্ছে না। তা বলে একে হালকা ভাবে নিলে চলবে না। তা হলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। এক সতর্কবার্তায় এমনটাই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং হু-র কোভিড-১৯ টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কেরখোভ এক ভিডিয়োবার্তায় বলেন, ‘কোনও কিছু অতি সরলীকরণ বিপজ্জনক হয়ে উঠতে পারে। ডেল্টার তুলনায় ওমিক্রন আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তির ঝুঁকি কম। তার মানে এটি কম বিপজ্জনক এমনটা ভাবা ভুল হবে।’ তাঁর এই ভিডিয়োবার্তাটি তিনি টুইটও করছেন।
এর আগেও একাধিক বার ওমিক্রন নিয়ে সতর্ক করেছে হু। করোনার ছড়িয়ে পড়া রুখতে বড় জমায়েত বন্ধের পরামর্শ দেওয়া হয়েছে।