COVID19

covid 19: গত ৪২ দিনে তিন গুণ করোনা বাড়ল ইউরোপে, দ্বিগুণ হাসপাতালে ভর্তির সংখ্যা, সতর্ক করল হু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, গোটা বিশ্বে এই মুহূর্তে যত করোনা আক্রান্ত আছেন, তার মধ্যে অর্ধেকই ইউরোপের বাসিন্দা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২২ ১৮:৫৫
Share:

ছবি রয়টার্স।

ইউরোপে ক্রমশ আরও ছড়াচ্ছে করোনা সংক্রমণ। গত ছ’সপ্তাহে ইউরোপে করোনা সংক্রমণের পরিমাণ বেড়েছে তিন গুণ। মঙ্গলবার এই উদ্বেগজনক তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। হাসপাতালে ভর্তির সংখ্যাও দ্বিগুণ হয়েছে। তবে ইনটেনসিভ কেয়ারে ভর্তির সংখ্যা এখনও কম।

Advertisement

নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। ভারতে যেমন প্রায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, তেমনই ছবি বিশ্ব জুড়ে। তার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ইউরোপে। হু সূত্রে খবর, গোটা বিশ্বে এই মুহূর্তে যত করোনা আক্রান্ত আছেন, তাদের মধ্যে অর্ধেকই ইউরোপে। মঙ্গলবার হু-এর ইউরোপের ডিরেক্টর হান্স ক্লুজ মানুষকে সতর্ক থাকার এবং করোনাবিধি যথাযথ ভাবে পালন করার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, ‘‘অত্যন্ত সংক্রামক ওমিক্রন রূপকে কোনও ভাবেই অবজ্ঞা করা যাবে না। কারণ পরবর্তীতে তা ‘লং কোভিড’-এ পরিণত হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement