সাংবাদিক বৈঠকে মারিয়া ভ্যান খেরখোভ। ছবি: এপি
উপসর্গহীনদের থেকে করোনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে, শরীরে উপসর্গ না দেখা দিলেও কোভিড-১৯-এর বাহক হয়ে উঠছেন এমন আক্রান্তরা। কিন্তু এই তত্ত্বকে আমল দিচ্ছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তাদের মতে, উপসর্গহীনদের থেকে করোনা ছড়িয়ে পড়ার ঘটনা বিরল।
সোমবার সাংবাদিক বৈঠক করেন হু-এর টেকনিক্যাল টিমের প্রধান তথা মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান খেরখোভ। তাতে উঠে আসে উপসর্গহীন করোনা আক্রান্তদের প্রসঙ্গ। মারিয়া বলেন, ‘‘আমাদের কাছে যা তথ্য আছে তাতে এখনও মনে হচ্ছে, উপসর্গহীন এক ব্যক্তি অন্যকে সংক্রমিত করছেন এমন ঘটনা বিরল।’’ এর স্বপক্ষে যুক্তি দিয়ে মারিয়া বলছেন, ‘‘আমাদের কাছে বিভিন্ন দেশের অসংখ্য রিপোর্ট রয়েছে। কী ভাবে মানুষ সংক্রমিত হচ্ছেন তা নিয়ে বিস্তারিত ভাবে কাজ করছে ওই সব দেশগুলি। তারা উপসর্গহীন আক্রান্তদের বিষয়গুলি খতিয়ে দেখছে। তারা কিন্তু দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে সংক্রমণ খুঁজে পায়নি। এটা খুবই বিরল ঘটনা।’’
উপসর্গহীনদের থেকে রোগ সংক্রমণের আশঙ্কার কথা অনেক আগেই জানিয়েছিল আমেরিকা ও ব্রিটেনের মতো দেশগুলি। তারা বলেছিল, এমন আক্রান্তরা আসলে করোনার বাহক। তাঁদের মাধ্যমে রোগ ছড়িয়ে পড়তে পারে। কিন্তু হু এ দিন ফের জানিয়ে দিয়েছে, করোনার মতো অতিমারি ছড়িয়ে পড়ার ক্ষেত্রে উপসর্গহীনদের ভূমিকা সামান্যই। সংস্থাটির মতে, তা মাত্র ৬ শতাংশ।
আরও পড়ুন: করোনা-মুক্ত নিউজ়িল্যান্ড, আতঙ্ক বাড়ছে লাতিন আমেরিকায়
কোন জায়গায় করোনার মতো রোগ ছড়ানোর সম্ভাবনা রয়েছে তা আগেই স্পষ্ট করে দিয়েছে হু। গত কয়েক মাস ধরেই তারা বলে আসছে, বাড়ি, অফিস, চার্চ, হাসপাতালের মতো জায়গা, যেখানে বহু মানুষ একসঙ্গে রয়েছেন, যেখানে বাতাস বদ্ধ সেখানে নিকট সংস্পর্শের মাধ্যমে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: ঠাকুরপুকুরে অনটনে আত্মঘাতী বাবা-মা-ছেলে, মেঝেয় চকে লেখা সুইসাইড নোট