Remdesivir

করোনা চিকিৎসায় রেমডেসিভির ব্যবহার না করার পরামর্শ দিল হু

বিশ্ব জুড়ে যে দু’টি অ্যান্টিভাইরাল ওষুধ কোভিডের চিকিৎসায় ছাড় পেয়েছিল তার মধ্যে রেমডেসিভির একটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ১৫:২৯
Share:

প্রতীকী ছবি।

করোনার টিকা নিয়ে যখন ফাইজার, মডার্না-র মতো একের পর এক সংস্থা ‘সাফল্যের’ দাবি তুলছে, সেখানে বড়সড় ধাক্কা খেল গিলেড সায়েন্সেস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)-র একটি প্যানেল জানিয়ে দিল, করোনার চিকিৎসার জন্য রোগীদের ‘রেমডেসিভির’ দেওয়া যাবে না। কারণ এই ওষুধ ব্যবহারে করোনায় মৃত্যুর হার কমেছে বা রোগীদের ভেন্টিলেশনের প্রয়োজন কমেছে বলে এমন কোনও কোনও প্রামাণ্য তথ্য নেই।

করোনার চিকিৎসায় রেমডেসিভির বেশ কার্যকরী। প্রাথমিক ট্রায়ালের পর এমনটাই দাবি করেছিল গিলেড। চার দিকে যখন করোনা নিয়ে ত্রাহি ত্রাহি রব, তখন এই রেমডেসিভির সাড়া ফেলেছিল গোটা বিশ্বে। তবে এই ওষুধ ব্যবহার নিয়ে গোড়া থেকেই নানা তর্ক-বিতর্ক ছিল।

বিশ্ব জুড়ে যে দু’টি অ্যান্টিভাইরাল ওষুধ কোভিডের চিকিৎসায় ছাড় পেয়েছিল তার মধ্যে রেমডেসিভির একটি। গত মাসেই এই ওষুধের ‘সলিডারিটি ট্রায়াল’ করে হু। তাদের দাবি, তখনই দেখা যায় এই ওষুধ মৃত্যুর হার কমাতে খুব একটা কার্যকরী নয়। তার পরই শুক্রবার এক বিবৃতি জারি করে রেমডেসিভির-এর ব্যবহারে আপত্তি জানায় হু।

Advertisement

আরও পড়ুন: ৩ মাসেই দেশে মিলবে অক্সফোর্ড টিকা, ১ হাজার টাকার মধ্যে

হু-র এই বিবৃতির পর তাদের ‘সিলিডারিটি ট্রায়াল’ নিয়ে প্রশ্ন তুলেছে গিলেড। এক বিবৃতিতে পাল্টা তারা জানিয়েছে, ‘আমরা হু-র এই সিদ্ধান্তে হতাশ। কারণ সারা বিশ্বে করোনার সংখ্যা যখন দ্রুত হারে বাড়ছিল, যখন চিকিৎসকরা এই ওষুধের উপর ভরসা করছিলেন তখন হু তাদের গাইডলাইনে এই প্রামাণ্য তথ্যকে নজরে আনা হয়নি। এখন এই ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement