Israel-Hezbollah Conflict

‘আলোচনার দরজা খোলা, যদি ওরা চায়’! ইজ়রায়েলের হুমকির পরই কি সুর নরম হিজ়বুল্লা প্রধানের?

ইজ়রায়েলি সেনার হামলায় হিজ়বুল্লা প্রধান হাসান নাসরাল্লার মৃত্যুর পর দায়িত্ব পান কাশেম। দায়িত্ব পাওয়ার পরই ইজ়রায়েলের কাছ থেকে প্রচ্ছন্ন হুমকি এসেছিল কাশেমের কাছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৪:৩২
Share:

হিজ়বুল্লা প্রধান নঈম কাশেম। ছবি: সংগৃহীত।

ইজ়রায়েল যদি চায়, তা হলে আলোচনার পথ খোলা আছে। এমনই বার্তা দিলেন হিজ়বুল্লার নতুন প্রধান নঈম কাশেম। শুধু তা-ই নয়, এই সংঘর্ষ এবং হামলা দ্রুত বন্ধ করবে ইজ়রায়েল, এ বিষয়েও আশাবাদী তাঁরা। তবে লেবাননে ইজ়রায়েলি হামলা প্রতিহত করার কাজও তাঁরা চালিয়ে যাবেন। দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রকাশ্যে বার্তা দিলেন হিজ়বুল্লা প্রধান। আর সেই বার্তা এল ইজ়রায়েলের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েই।

Advertisement

ইজ়রায়েলি সেনার হামলায় হিজ়বুল্লা প্রধান হাসান নাসরাল্লার মৃত্যুর পর দায়িত্ব পান কাশেম। দায়িত্ব পাওয়ার পরই ইজ়রায়েলের কাছ থেকে প্রচ্ছন্ন হুমকি এসেছিল কাশেমের কাছে। হিজ়বুল্লার নতুন প্রধান কাশেমের নাম উল্লেখ করেই ইজ়রায়েল হুমকি দিয়েছে ‘আপনার শেষের শুরু’। এক দিন আগেই এই হুমকি পেয়েছেন তিনি। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই ইজ়রায়েলের উদ্দেশে পাল্টা বার্তা দিলেন কাশেম। তবে হামলা নয়, আলোচনার প্রস্তাব দেওয়া হল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেশকে। ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তা হলে কি পাল্টা হামলার পথে হাঁটতে চাইছে না হিজ়বুল্লা? হুমকির মুখে পড়েই সুর নরম করলেন হিজ়বুল্লা প্রধান?

গত মঙ্গলবারই হিজ়বুল্লার দায়িত্ব নেন কাশেম। তাঁর কথায়, ‘‘যদি ইজ়রায়েলিরা এই হামলা বন্ধ করতে উদ্যোগী হয়, আমরাও রাজি। তবে এটাও দেখতে হবে যে, সেই উদ্যোগে যেন কোনও খামতি না থাকে।’’ সূত্রের খবর, বুধবারই ইজ়রায়েলের ক্যাবিনেট বৈঠক হয়। সেখানে আগ্রাসন এবং হামলা বন্ধ করা নিয়ে আলোচনাও হয়। ইজ়রায়েলের বিদ্যুৎমন্ত্রী এলি কোহেন জানিয়েছেন, আলোচনা হয়েছে। তবে বিষয়টিতে এখনও কোনও সিলমোহর পড়েনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement