Hardeep Singh Nijjar

ভারতে ‘ওয়ান্টেড’ খলিস্তানি জঙ্গি হরদীপ সিংহ নিজ্জরকে গুলি করে খুনের অভিযোগ কানাডায়

কানাডার সারে শহরে দুই অজ্ঞাতপরিচয় বন্দুকধারী হরদীপকে লক্ষ্য করে গুলি চালান। কী কারণে হামলা, তা জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৩ ১৩:৫৮
Share:

হরদীপ সিংহ নিজ্জর। ছবি: সংগৃহীত।

ভারতে ‘ওয়ান্টেড’ খলিস্তানি জঙ্গি হরদীপ সিংহ নিজ্জরকে গুলি করে খুনের অভিযোগ উঠল কানাডায়। সোমবার সে দেশের সারে শহরে খলিস্তানি জঙ্গিকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ।

Advertisement

দুই অজ্ঞাতপরিচয় বন্দুকধারী হরদীপকে লক্ষ্য করে গুলি চালান। সারে শহরে একটি গুরুদ্বারের সভাপতি ছিলেন হরদীপ। গুরুদ্বারে তাঁকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। কী কারণে হামলা, তা জানা যায়নি। কানাডায় আস্তানা ছিল হরদীপের। খলিস্তানি টাইগার ফোর্স (কেটিএফ) নামে একটি সংগঠনের প্রধান ছিলেন তিনি।

Advertisement

ভারতে যে ৪০ জন জঙ্গির তালিকা রয়েছে, তার মধ্যে হরদীপের নাম ছিল। পঞ্জাবের জলন্ধরে এক পুরোহিতকে খুনের ঘটনায় হরদীপ জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছিল। ২০২২ সালে হরদীপের জন্য ১০ লক্ষ টাকার পুরস্কারমূল্য ঘোষণা করেছিল এনআইএ (জাতীয় তদন্তকারী সংস্থা)। এর আগে, ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের অভিযোগে হরদীপের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল এনআইএ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement