Virginia State University

আমেরিকায় বিশ্ববিদ্যালয় চত্বরে বন্দুকবাজের হামলা

বন্দুকবাজের হামলার ঘটনার পর ক্যাম্পাস সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছে ভার্জিনিয়া পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

ভার্জিনিয়া শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৭ ১০:১৬
Share:

ভার্জিনিয়ার স্টেট ইউনিভার্সিটি। ফাইল ছবি।

মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা। এ বার হামলার লক্ষ্য ভার্জিনিয়ার স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাস। হামলার জেরে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ওই ক্যাম্পাস।

Advertisement

ভার্জিনিয়া পুলিশ সূত্রে খবর, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ন’টা নাগাদ ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই হামলার ঘটনা ঘটে। তখন ক্যাম্পাস চত্বরে একটি অনুষ্ঠান চলছিল। বন্দুকবাজের হামলার ঘটনার পর ক্যাম্পাস সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছে ভার্জিনিয়া পুলিশ। যদিও এই গুলি চালানোর ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকী, হামলাকারীর বিষয়েও বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।

আরও পড়ুন: ‘সুন্দর রাতটা এ ভাবে বিষাদময় হয়ে গেল, এটা ভেবেই কষ্ট হচ্ছে’

Advertisement

এ মাসেই লাস ভেগাসে এক সংগীত অনুষ্ঠান চলার সময় বন্দুকবাজের হামলায় প্রাণ হারিয়েছিলেন ৫৯ জন। সেই আতঙ্কের রেশ কাটিয়ে ওঠার আগে ভার্জিনিয়ার ঘটনা নতুন করে আতঙ্ক তৈরি করল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement