Jhulan Goswami

ঝুলনের নামে স্ট্যান্ড, অনুমতি পেল সিএবি

ঝুলন অবসর নেওয়ার পরেই তাঁর নামে একটি স্ট্যান্ড গড়ার ভাবনা ছিল। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর অনুমতির অপেক্ষায় ছিল বাংলার ক্রিকেট সংস্থা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ০৭:২৬
Share:

ঝুলন গোস্বামী। —ফাইল চিত্র।

ইডেনের একটি স্ট্যান্ড ঝুলন গোস্বামীর নামে করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিএবি। ২২ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে উদ্বোধন করা হবে সেই স্ট্যান্ড। ইডেনের ‘বি’ ব্লকটি নতুন করে সাজানো হবে কিংবদন্তি পেসারের নামে।

Advertisement

২০২২ সাল থেকে এই পরিকল্পনা ছিল সিএবির। ঝুলন অবসর নেওয়ার পরেই তাঁর নামে একটি স্ট্যান্ড গড়ার ভাবনা ছিল। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর অনুমতির অপেক্ষায় ছিল বাংলার ক্রিকেট সংস্থা। সোমবার সেই অনুমতি পাওয়া গিয়েছে। ক্রিকেটারদের মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়, পঙ্কজ রায়ের পাশাপাশি ঝুলনের নামেও স্ট্যান্ড থাকবে ইডেনে।সোমবার সিএবির এক কর্তা বলেছেন, ‘‘ঝুলন কিংবদন্তি। ওঁর নামে স্ট্যান্ড হওয়ার কথাই ছিল। অনুমতিও পাওয়া গিয়েছে। ভারত-ইংল্যান্ড ম্যাচের দিন উদ্বোধন করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement