— প্রতীকী চিত্র।
‘মনে হয় না আপনাদের উৎসাহ আছে’—কেরলের সোনা পাচারের মামলা কর্নাটকে স্থানান্তরিত করার বিষয় নিয়ে এই ভাষাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে খোঁচা দিল সুপ্রিম কোর্ট।
২০২০ সালের জুলাই মাসে তিরুঅনন্তপুরম বিমানবন্দরে ১৪ কোটি ৮২ লক্ষ টাকার সোনা উদ্ধার হয়। সোনা পাচারের মামলাটি এর্নাকুলমের বিশেষ পিএমএলএ আদালত থেকে সরিয়ে কর্নাটকের বিশেষ পিএমএলএ আদালতে নিয়ে যেতে চাইছে ইডি। কারণ, তাদের মতে, মামলায় অভিযুক্ত চারজন প্রভাবশালী, এদের সঙ্গে কেরল সরকারের শীর্ষ0স্তরে যোগাযোগ রয়েছে। তবে স্থানান্তরের মামলাটি সুপ্রিম কোর্টের সামনে এলেও ইডির তরফ থেকে আজও ফের শুনানিস্থগিতের আবেদন করা হয়। এর পরেই বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চ তদন্তকারী সংস্থার উদ্দেশে বলেন, ‘‘মনে হয় না আপনাদের উৎসাহ আছে।’’ শীর্ষ আদালত আজ মামলাটির শুনানি আগামী ছয় সপ্তাহের জন্যস্থগিত রেখেছে।