Viral

‘বাচ্চা’র শরীরে লুকিয়ে পাচার! হাতেনাতে গ্রেফতার মহিলা

বাচ্চার মতো দেখতে খেলনা পুতুল। সেই পুতুলের মাধ্যমেই চলছে পাচার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২০ ১৫:৫৫
Share:

‘বাচ্চা’র মাধ্যমে প্রচার। ছবি টুইটার থেকে সংগৃহীত।

হেঁটে চলেছেন মহিলা। দূর থেকে দেখে মনে হচ্ছে তাঁর পিঠে রয়েছে বাচ্চা। কিন্তু পুলিশ অফিসাররা কাছে এসে ভাল করে দেখে বুঝলেন সেটি বাচ্চা নয়। বাচ্চার মতো দেখতে খেলনা পুতুল। সেই পুতুলের মাধ্যমেই চলছে পাচার।

Advertisement

এ রকম ভাবে নিষিদ্ধ দ্রব্য পাচার করতে গিয়ে উগান্ডার পুলিশের হাতে ধরা পড়েছেন এক মহিলা। সেই ঘটনার ছবি ও বিবরণ নিজেদের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন উগান্ডার শুল্ক বিভাগ। তার পরই ভাইরাল হয়েছে সেই পোস্ট।

সেই ছবিতে দেখা যাচ্ছে, মহিলার পিঠে রয়েছে বাচ্চার মতো দেখতে পুতুল। আর তার মধ্যে ভরা রয়েছে পাচারের জন্য বিভিন্ন জিনিস। বিষয়টি নিয়ে সেখানকার এক পুলিশ অফিসার বলেছেন, “আমাদের কাছে খবর ছিল কঙ্গো সীমান্তের কাছে বাসে করে নিষিদ্ধ প্রসাধন সামগ্রী পাচার করা হবে। সন্ধান করতে গিয়ে আমরা দেখলাম, অবিকল বাচ্চার মতো দেখতে একটি পুতুলের মধ্যে ভরে পাচার করা হচ্ছে।”

Advertisement

পাচারের এই কৌশল দেখে বেশ অবাক হয়েছেন নেটিজেনরা। করেছেন বিভিন্ন মন্তব্যও। ছবি দেখে একজন যেমন বলেছেন, “মায়ের থেকে বাচ্চা আকারে বড়!”

আরও পড়ুন: বিড়ালকে বাঁচাতে সাত বছরের নাতিকে পাঁচতলা থেকে দড়ি দিয়ে ঝুলিয়ে দিলেন দিদিমা! তার পর?

আরও পড়ুন: গোরিলার ছানি অপারশেন করল চক্ষু বিশেষজ্ঞরা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement