Bizarre

প্রেমিকের সঙ্গে কী করছে বোন? ঝোপ সেজে তা দেখছে দিদি!

অন্যের প্রেম নিবেদন দেখতে ক্যামোফ্লাজের আশ্রয় নেওয়ার কথা শুনেছেন কখনও?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২০
Share:

ঝোপের মতো সেজে থেরেসে মের্কেল। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।

শত্রুপক্ষকে ধোঁকা দিতে ক্যামোফ্লাজের আশ্রয় নেওয়া নতুন কিছু নয়। কিন্তু অন্যের প্রেম নিবেদন দেখতে ক্যামোফ্লাজের আশ্রয় নেওয়ার কথা শুনেছেন কখনও? সম্প্রতি এ রকম কাণ্ডই ঘটিয়েছেন আমেরিকার এক মহিলা।

Advertisement

আমেরিকার ওই মহিলার নাম থেরেসে মের্কেল। সম্প্রতি তিনি নিজেকে ঢেকেছিলেন শুকনো ডালপালা দিয়ে। তার সেই ভাবে লুকিয়ে ছিলেন পার্কের এক ধারে। সেই সময় তাঁকে দেখে মনে হচ্ছিল পার্কের মধ্যের একটি ঝোপ। এই ঝোপের মতো সেজে তিনি আসলে লুকিয়ে দেখছিলেন বোন ও তাঁর প্রেমিকের কাণ্ড।

নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এই সব ছবি পোস্ট করেছেন মের্কেল। সেই পোস্ট করে তিনি লিখেছেন, ‘এই সপ্তাহে বোন ও তাঁর প্রেমিকের এনগেজমেন্ট হল। জীবনের সেই বিশেষ মুহূর্তে বোনের উত্তেজনার সাক্ষী হতেই আমি ঝোপ সেজে লুকিয়ে।’

Advertisement

মের্কেলের এই টুইট নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। মের্কেলের এই ‘কাণ্ডে’ লাইক করেছেন প্রায় এক লক্ষ ৮০ হাজার ইউজার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement