Viral Video

জাহাজের নীচের অংশে কেন লাল রঙ করা হত জানেন?

কিন্তু জাহাজের নীচের ওই অংশে লাল রঙ কেন থাকে জানেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪০
Share:

জাহাজের নীচের লাল অংশ। ছবি ইউটিউব ভিডিয়ো থেকে নেওয়া।

সমুদ্রের নীচ থেকে উদ্ধার হওয়া জাহাজ স্বচক্ষে দেখেছেন কোনওদিন? বা পুরনো জাহাজ যেখানে মেরামতি হয় সেখানে গিয়েছেন কখনও? যদি যান তাহলে আপনি হয়ত নিশ্চয় লক্ষ্য করেছেন বড় বড় কাঠের জাহাজের একেবারে নীচের অংশে লাল রঙ করা থাকে। কিন্তু জাহাজের নীচের ওই অংশে লাল রঙ কেন থাকে জানেন?

Advertisement

জাহাজের নীচের অংশে লাল রঙ থাকার কারণটির ব্যাখ্যা দিয়েছেন অ্যান্ড্রু পি কলিন্স নামের এক বিশেষজ্ঞ। পুরনো দিনের জাহাজ তৈরি হত কাঠ দিয়ে। জাহাজের নীচের অংশ সাধারণত থাকে জলের তলায়। কাঠ খায় এ রকম বিভিন্ন কীট ও জলের তলার বিভিন্ন পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য জাহাজের খোলের নীচের ওই অংশে দেওয়া হত কপার অক্সাইডের প্রলেপ। এই প্রলেপ কাঠ খাওয়া কীটের হাত থেকে জাহাজকে রক্ষা করত। আর কপার অক্সাইডের রঙ লাল। তাই জাহাজের নীচের অংশে দেওয়া প্রলেপের রঙ লাল দেখায়।

এই জিনিসটি বোঝানোর জন্য একটি ভিডিয়ো আপলোড করেছেন তিনি। দেখুন সেই ভিডিয়ো-

Advertisement

আরও পড়ুন: দুরন্ত রিফ্লেক্স বিড়াল ছানাকে বাঁচিয়ে দিল গাড়ির চাপা থেকে! দেখুন কী ভাবে

আরও পড়ুন: শোভাযাত্রায় বেরিয়ে ক্ষেপে গেল হাতি! দেখুন কী হল তার পর...

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement