‘বাঘ’ দেখে ভয়ে পালাচ্ছে বানর। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
একেবারে আসলের মতো দেখতে খেলনা বাঘ। সেই বাঘকে আচমকা দেখে বানর, কুকুরের মতো প্রাণীদের কী রকম প্রতিক্রিয়া হয়, তা নিয়ে বানানো হয়েছে একটি ভিডিয়ো। তাইল্যান্ডের এক ইউটিউবারের বানানো সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটাগরিকরা।
‘অ্যাঞ্জেল নাগা’ নামের ইউটিউব চ্যানেলে গত সপ্তাহে আপলোড করা হয়েছে সেই ভিডিয়ো। যা ইতিমধ্যেই দেখা হয়েছে ৫০ লক্ষ বার। ইউটিউব ছাড়িয়ে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ছড়িয়েছে সেই ভিডিয়ো।
সেখানে দেখা যাচ্ছে, খেলনা বাঘটিকে কাপড় দিয়ে ঢেকে রেখে বানরদের খাবার দিচ্ছেন এক ব্যক্তি। বাঘের আশপাশের ছড়ানো রয়েছে সেই খাবার। এর পর তিনি কাপড় সরিয়ে বাঘকে দেখাতেই খাবার ফেলে দৌড়ে পালাতে থাকে বানরগুলি। আসল বাঘ ভেবে তাদের মধ্যে যে ভয়ের সঞ্চার হয়েছে তা ফুটে উঠেছে অভিব্যক্তিতেই।
একই অবস্থা কুকুরদের ক্ষেত্রেও। একটা কুকুর হয়তো ঘুমিয়ে রয়েছে। ওই ইউটিউবার খেলনা বাঘটিকে বসিয়ে রাখছেন ঘুমন্ত কুকুরের পিছনে। মুখ ফিরিয়ে সেই বাঘ দেখতেই থরহরিকম্প অবস্থা কুকুরটির। দেখুন সেই ভিডিয়ো—