চট্টগ্রামের এশিয়ান মহিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
বিশ্ব জুড়ে শুক্রবার পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা দিবসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ভাষা আন্দোলন। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি’— গানটি এখনও প্রত্যেক বাঙালির মুখে মুখে ফেরে। এ বছর ভাষাদিবস উপলক্ষে সেই গান গাওয়া হল বাংলা ছাড়াও বেশ কয়েকটি ভাষায়। ১৭টি বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এক সঙ্গে গেয়েছেন সেই গান।
গানটির ভিডিয়ো এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভন্ন প্ল্যাটফর্মে। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, বাংলা ছাড়াও ইংরেজি, তামিল, নেপালি, বার্মিজ, মান্দরিন সহ কয়েকটি ভাষায় গাওয়া হয়েছে সেই গান।
সেই গান গেয়েছেন বাংলাদেশের চট্টগ্রামের এশিয়ান মহিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। ১৭টি ভিন্ন দেশের শিক্ষার্থীরা গেয়েছেন এই গান। এ ছাড়াও বাংলাদেশের প্রথম সারির কিছু শিল্পীও গলা মিলিয়েছেন সেখানে। দেখুন সেই গানের ভিডিয়ো—
আরও পড়ুন: ৮৪! তবু একুশ-প্রাঙ্গণে এ-পার বাংলার সন্ধ্যারানি
আরও পড়ুন: একুশে ফেব্রুয়ারি: রক্তে অক্ষর কেনার দিন