Viral Video

ছুড়ি ছাড়াই হাতে আনারস ছাড়ানো এতই সহজ, অবাক ভিডিয়ো ভাইরাল

ছাড়ানোর ভয়ে অনেকেরই চেখে দেখা হয় না এই ফল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২০ ১৫:৩০
Share:

দেখুন খালি হাতে আনাসর ছাড়ানোর পদ্ধতি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

আনারসের মতো রসালো, সুস্বাদু ফল অনেকেরই প্রিয়। কিন্তু খেতে ভাল হলেও তা ছাড়ানোর ঝক্কি কম নয়। ভিতরে রসালো হলেও তার বাইরেটা কাঁটায় ভর্তি। ছাড়ানোর ভয়ে অনেকেরই চেখে দেখা হয় না এই ফল। সম্প্রতি আনারস ছাড়ানোর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ফেসবুকে। তা দেখে অবাক হচ্ছেন নেটাগরিকরা।

Advertisement

আনারস ছাড়ানোর ভিডিয়ো দেখে অবাক হওয়ার সবচেয়ে বড় কারণ, কোনও রকম সরঞ্জাম ছাড়াই ফলটি কাটা হচ্ছে। খালি হাতে আনারস ছাড়িয়ে খাওয়াও যে সম্ভব তা বিশ্বাসই করতে পারছেন না অনেকে।

প্রায় ৩ মিনিটের এই ভিডিয়ো ফেসবুকে দেখা হয়েছে দেড় কোটি বারেরও বেশি। ভিডিয়োটি শেয়ার করেছেন ২ লক্ষেরও বেশি নেটাগরিক। কিন্তু কী ভাবে হাতে করে ছাড়ানো যাবে আনারস? দেখুন নীচের ভিডিয়োটি—

Advertisement

আরও পড়ুন: আপনি নোবেল জিতেছেন, মধ্যরাতে ঘুম ভাঙিয়ে জানাতে গেলেন আরেক নোবেলজয়ী

আরও পড়ুন: নুডলস রান্নার কড়াই ঘুরিয়ে গ্যাঙনাম নাচ, মহিলার কাণ্ডে অবাক নেটাগরিকরা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement