কুকুরের ‘কথা’ বলা শেখার এই ভিডিয়ো এখন নেটদুনিয়ায় ভাইরাল
অনন্য উপায়ে পোষ্য কুকুরকে কথা বলা শেখাচ্ছে তার পালিকা। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।
Advertisement
সংবাদ সংস্থা
ক্যালিফোর্নিয়া শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৯ ১০:৪৩
Share:
‘কথা’ বলা শিখছে কুকুর। গ্রাফিক- শৌভিক দেবনাথ।
পোষ্য হিসাবে কুকুরের জুড়ি মেলা ভার। মানুষের সঙ্গে বন্ধুর মতো মিশে আদব-কায়দা রপ্ত করার চেষ্টা করে সে। সেই তালিকায় নতুন সংযোজন কুকুরের কথা বলতে শেখা। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, অনন্য উপায়ে পোষ্য কুকুরকে কথা বলা শেখাচ্ছে তার পালিকা। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।
Advertisement
আমেরিকার ক্যালিফোর্নিয়ায় থাকেন ২৬ বছরের ক্রিশ্চিনা হাঙ্গার। স্পিচ-ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট হিসাবে কাজ করেন তিনি। ক্রিশ্চিনা বিশ্বাস করেন, প্রত্যেকের নিজস্ব স্বর থাকা উচিত। সেই ধারণার বশবর্তী হয়েই তিনি নিজের এক বছরের পোষ্য কুকুর স্টেলাকে ইংরেজি শব্দ শেখানোর চেষ্টা করেছেন।
স্টেলাকে ইংরাজি শব্দ শেখাতে তিনি ব্যবহার করছেন বিশেষভাবে তৈরি বাটন প্যাড। সেই প্যাডের উপর থাকা এক একটি বাটন প্রেস করলেই নির্দিষ্ট শব্দ উচ্চারিত হয়। যেমন, কোনও বাটনে ‘আউটসাইড’, কোনও বাটনে ‘লুক’। এ রকম বেশ কয়েকটি নিত্যদিনের ব্যবহারের শব্দ। স্টেলা সেই বাটনে পা দিতেই বেজে উঠছে শব্দ। আর তা নকলের চেষ্টা করছে স্টেলা। দেখুন সেই ভিডিয়ো-