Lettuce

শাকের বাক্সে ঘাপটি মেরে রয়েছে আস্ত একটা ব্যাঙ! দেখুন ভিডিয়ো

তখন দেখলেন সেই লেটুস শাকের বাক্সের মধ্যে নড়াচড়া করে বেড়াচ্ছে একটি ব্যাঙ। আর তা দেখেই চমকে যান কার্লি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৯ ১৭:২৪
Share:

শাকের মধ্যে জ্যান্ত ব্যাঙ। ছবি টুইটার ভিডিয়ো থেকে নেওয়া।

আমেরিকার উইস্কনসিন প্রদেশে স্বামীর সঙ্গে থাকেন কার্লি অ্যালেন। সম্প্রতি তিনি দোকান থেকে লেটুস শাক কিনেছিলেন। বাড়ি এসে ডিনারের আগে স্যালাড বানানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তখন দেখলেন সেই লেটুস শাকের বাক্সের মধ্যে নড়াচড়া করে বেড়াচ্ছে একটি ব্যাঙ। আর তা দেখেই চমকে যান কার্লি।

Advertisement

লেটুস শাকের বাক্সের মধ্যে ব্যাঙের নড়াচড়ার ভিডিয়ো করেন তিনি। আর সেই ভিডিয়ো তিনি আপলোড করেছেন নিজের টুইটার হ্যান্ডল থেকে। তার পরই ভাইরাল হয়েছে সেই পোস্টটি। সেই পোস্ট করে কার্লি লিখেছেন, ‘‘দারুণ খিদে পেয়েছে! জ্যান্ত ব্যাঙ স্যালাডের মতো আর কিছু হয়!’’

এই ভিডিয়ো করার সময় সেখানে উপস্থিত ছিলেন কার্লির স্বামী। তিনি সে দেশের এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘স্যালাড বানাতে গিয়ে কার্লি ব্যাঙটিকে দেখতে পায়। তখনই সে ব্যাগ থেকে মোবাইল বার করে ভিডিয়ো করে।’’ আর প্যাকেটজাত শাকের মধ্যে জ্যান্ত ব্যাঙ পাওয়ায় তিনি যে বিরক্ত, তা ফুটে উঠেছে তাঁর কথাতেই।

Advertisement

আরও পড়ুন: সমুদ্রতট থেকে বালি তুলে জেল যাওয়ার মুখে দুই পর্যটক!

আরও পড়ুন: কাগজের মতো উড়ছে গদি! তা ধরতে ছুটছে লোক...

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement