Viral Video

পেল্লাই আকারের দুই সি লায়ন চড়ে বসল ছোট নৌকায়! তার পর কী ঘটল?

পেল্লাই আকারের দুই প্রাণী ওইটুকু নৌকায় চড়ে বসায় নৌকার কী অবস্থা হয়েছে, সেই ভিডিয়োয় এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ১৪:১১
Share:

নৌকায় রয়েছে সি লায়ন। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

আমেরিকার অলিম্পিয়ার কাছে রয়েছে এল্ড ইনলেট। সেই জলাশয়ের থাকা একটি বোটে সম্প্রতি চড়ে বসেছিল সি লায়ন । বিশালাকার দুই সামুদ্রিক প্রাণী জড়াজড়ি করে বসেছিল সেখানে। পেল্লাই আকারের দুই প্রাণী ওইটুকু নৌকায় চড়ে বসায় নৌকার কী অবস্থা হয়েছে, সেই ভিডিয়োয় এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তার পরই তা নিয়ে চর্চা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।

Advertisement

সি লায়নের নৌকার চড়ার ভিডিয়োটি সম্প্রতি আপলোড করেছেন জোস ফিলিপস। তিনি ওয়াশিংটন ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্সেসে ইন্টার্ন হিসাবে কাজ করেন। ওয়াশিংটনের ওই সংস্থার টুইটার হ্যান্ডল থেকেই পোস্ট করা হয়েছে সেই ভিডিয়ো।

সেখানে দেখা যাচ্ছে, দুই প্রাণীর ভারে নৌকার একদিক পুরো ডুবে গিয়েছে। নৌকাটি যখন চলছে তখন দেখে মনে হচ্ছে এখনই হয়তো তার পিছনের অংশ চলে যাবে জলের তলায়। আর ওই প্রাণীরা নড়লে আরও টলমল হচ্ছে নৌকার অবস্থা। ডুবুডুবু অবস্থা হলেও ডুবে যায়নি নৌকাটি।

Advertisement

দেখুন সেই ভিডিয়ো—

আরও পড়ুন: সহজ করে বোঝাতে শিক্ষিকা পরলেন অ্যানাটমি পোশাক!

আরও পড়ুন: মন্দিরের ভিতরে যৌনতা, ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার মহিলা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement