Viral Video

বিমানের জানলা বন্ধ করা নিয়ে দুই যাত্রী কী করল দেখুন!

কিন্তু পিছনে বসা ব্যক্তি সামনের ব্যক্তির জানলা কিছুতেই খুলে রাখতে দেবেন না। আর তা নিয়েই তাঁদের মধ্যে বিমানের ভিতরেই শুরু হয় ঝামেলা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৯ ১১:৪৮
Share:

বিমানের জানলা বন্ধ নিয়ে ঝামেলা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

বিমানে করে যাচ্ছিলেন দুই যাত্রী। দু’জনেরই আসন ছিল জানলার পাশে। পিছনের আসনে বসা ব্যক্তি নিজের পাশের জানলার শাটার বন্ধ করে রেখেছিলেন। তার ঠিক সামনের আসনে বসা অন্যজন জানলা রেখেছিলেন খুলে। কিন্তু পিছনে বসা ব্যক্তি সামনের ব্যক্তির জানলা কিছুতেই খুলে রাখতে দেবেন না। আর তা নিয়েই তাঁদের মধ্যে বিমানের ভিতরেই শুরু হয় ঝামেলা।

Advertisement

সাধারণত, যাঁর আসনের পাশে জানলা থাকে, তিনিই ঠিক করেন জানলা খোলা বা বন্ধ রাখার বিষয়টি। কিন্তু এ ক্ষেত্রে পিছনে বসা ব্যক্তি অন্যের আসনের পাশের জানলা নিয়ে আপত্তি শুরু করেন। তাঁর বক্তব্য, জানলা খোলা থাকলে তাঁর চোখে আলো পড়ছে তাই তা বন্ধ করে দিতে হবে। ওই ব্যক্তি তাতে রাজি নন। এ বার পিছনের ব্যক্তি বন্ধ করে দেন ওই জানলা। সামনের ব্যক্তি সঙ্গে সঙ্গে খুলে দেন তা। শেষে বিবাদ থামাতে বিমানকর্মীদের হস্তক্ষেপ করতে হয়।

এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তার পরই ভাইরাল হয়েছে সেটি। তবে কোন রুটের বিমানে এই ঘটনা ঘটেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। দেখুন সেই ভিডিয়ো-

Advertisement

All windows were to be open for descent per this airline request, hence why dude in back had his open; not fake. 😳These. Are. Grown. Men. ✈️😂🙏🏼💁🏼‍♀️ • • • #passengershaming #windowwars #instagramaviation #comeflywithme #airlinelife #window #airplaneetiquette #frequentflyer #crewlife #plane #aviation #cabincrew #avgeek #cabincrewlife #flightattendant #flightattendantlife #stewardess #flightattendantproblems #travel #flightattendants #instapassport #aviationgeek #FAlife #airtravel #travelgram #traveltips #pilotlife #frequentflier

A post shared by Passenger Shaming (@passengershaming) on

আরও পড়ুন: সিগারেট এই ভাবে পুড়িয়ে দেয় ফুসফুসকে! ৩০ বছর ধরে সিগারেট খাওয়া ব্যক্তির ফুসফুসের অবস্থা দেখুন

আরও পড়ুন: কেনিয়ার জঙ্গলে বিশাল পাইথনের সঙ্গে চিতাবাঘের লড়াই, দেখুন রোমহর্ষক ভিডিয়ো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement