Viral Video

সার্কাস থেকে পালিয়ে গেল দু’টি হাতি, তার পর...

রাশিয়ার ইয়েকাটেরিনবার্গে চলছিল সার্কাস। সেই সার্কাসের তাঁবু থেকে পালিয়ে যায় দু’টি হাতি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ ১৪:১১
Share:

সার্কাস থেকে পালিয়ে এসেছে হাতি দু’টি। ছবি- এপি।

রাশিয়ার ইয়েকাটেরিনবার্গে চলছিল সার্কাস। সেই সার্কাসের তাঁবু থেকে পালিয়ে যায় দু’টি হাতি। তাঁবু থেকে তারা চলে আসে রাস্তায়। রাস্তাতেই ঘুরতে থাকে তারা। রাস্তায় বরফের উপর দিয়ে তাদের ঘুরে বেড়ানোর ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তার পর ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

Advertisement

জানা গিয়েছে, ওই হাতি দু’টির নাম কারলা ও রান্নি। একটি ইতালীয় সার্কাস কোম্পানির হাতি তারা। কারলাকে সহজে ফেরানো গেলেও, রান্নিকে ফেরাতে বেশ বেগ পেতে হয়েছে সার্কাসের কর্মীদের।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, পালিয়ে আসা হাতি দু’টিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এক দল লোক। হাতির পায়ে শিকল বেঁধে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাঁরা। কিন্তু রান্নি কিছুতেই ফিরতে রাজি নয়। তাকে জোর করে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন সার্কাস কর্মীরা। দেখুন ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই বাদুড় খাচ্ছেন মহিলা! ভাইরাল হল ভিডিয়ো

আরও পড়ুন: কবরস্থানে নিজের স্মৃতিফলকে স্তম্ভিত! অভিযোগের তির প্রাক্তন স্ত্রীর দিকে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement