Chimpanzee

কুকুরকে সাবান মাখিয়ে স্নান করাচ্ছে দুই শিম্পাঞ্জি! ভিডিয়ো ভাইরাল

কোডি ছাড়াও রয়েছে দু’টি শিম্পাঞ্জি ও একটি সাদা রঙের কুকুর। তাদের কাণ্ডকারখানা দেখতেই এখন মেতে উঠেছে নেটদুনিয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৯ ১২:৩২
Share:

কুকুরকে স্নান করাচ্ছে শিম্পাঞ্জিরা। ছবি ইনস্টাগ্রাম ভিডিয়ো থেকে নেওয়া।

কোডি আন্তলে নামের এক ব্যক্তি নিজের ইনস্টাগ্রাম অ্যাকউন্ট থেকে সম্প্রতি আপলোড করেছেন একটি ভিডিয়ো। আর তা আপলোড করার পরই ভাইরাল হয়েছে। আপলোডের পর এখনও অবধি প্রায় ছ’লক্ষেরও বেশি লোক দেখে ফেলেছেন সেই ভিডিয়ো। সেই ভিডিয়োতে, কোডি ছাড়াও রয়েছে দু’টি শিম্পাঞ্জি ও একটি সাদা রঙের কুকুর। তাদের কাণ্ডকারখানা দেখতেই এখন মেতে উঠেছে নেটদুনিয়া।

Advertisement

ভিডিয়োতে দেখা যাচ্ছে, গামলার মধ্যে সাবান মাখিয়ে সাদা রঙের কুকুরটিকে স্নান করাচ্ছেন কোডি। আর পাশে বসে তা দেখছে দুই শিম্পাঞ্জি। এর পর কোডি শিম্পাঞ্জিদের হাতে সাবান দিলে, তারাও সেই সেটি নিয়ে ঘষতে থাকে কুকুরটির গায়ে। এ ভাবেই কুকুরটির গায়ে ভালো করে সাবান মাখিয়ে দেয় তারা। শিম্পা়ঞ্জির কাছে স্নান যে কুকুরটিও বেশ উপভোগ করছিল তা ফুটে উঠেছে তার অভিব্যক্তিতেই।

কুকুরের স্নান শেষ হলে, গামলায় বসে স্নান শুরু করে কোডি ও শিম্পাঞ্জি দু’টি। সেই সময় কোডিকেও সাবান মাখাচ্ছিল ওই দুই শিম্পাঞ্জি।

Advertisement

Splish splash doggo taking a bathe 🦍♾🐕 @myrtlebeachsafari

A post shared by Kody Antle (@kodyantle) on

আরও পড়ুন: দু’পক্ষকেই সংযত হতে বার্তা গুতেরেসের

আরও পড়ুন: আমেরিকায় ঘৃণার জায়গা নেই: ট্রাম্প

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement