Coronavirus

করোনা চাপ কাটাতে ‘এক দো তিন’ গানে নাচ গ্রিসের মহিলার

সেই নাচের ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন তাঁর এক বন্ধু।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২০ ১৭:০৯
Share:

করোনার চাপ কাটাতে হিন্দি গানে নাচ গ্রিসের মহিলার। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

করোনাভাইরাসের থাবায় আতঙ্কিত সারা বিশ্ববাসী। সংক্রমণের আতঙ্ক থেকে মুক্তি পেতে যে যাঁর মতো পন্থা অবলম্বন করছেন। করোনা নিয়ে দুশ্চিন্তা দূরে রাখতে গ্রিসের এক মহিলা সম্প্রতি নেচেছেন বলিউডের এক বিখ্যাত গানে। সেই নাচের ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন তাঁর এক বন্ধু। সেই নাচ দেখে মজাদার মন্তব্যে সোশ্যাল মিডিয়া ভরিয়েছেন নেটাগরিকরা।

Advertisement

৩৭ সেকেন্ডের সেই ভিডিয়োতে নাচে দেখা যাচ্ছে ক্যাটরিনা কোরোসিদৌ নামের ওই গ্রিক মহিলাকে। বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের বিখ্যাত গান ‘এক দো তিন’-র সুরে নাচছেন তিনি। সেই নাচই মুগ্ধ করেছে নেটাগরিকদের।

ভিডিয়োটি শেয়ার করে কোরোসিদৌয়ের বন্ধু বেলুস্ট লিখেছেন, ‘‘বিশ্ব যখন করোনা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, তখন চাপ কাটাতে আমার সহকর্মী ক্যাটরিনা কোরোসিদৌ নাচছেন, ক্যাটরিনা গ্রিসে থাকেন কিন্তু ভারতীয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের ভক্ত তিনি।’’ দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: দেশলাই কাঠির ভিডিয়োতে করোনা রোখার বার্তা

আরও পড়ুন: করোনা আক্রান্ত সন্দেহে ‘চাইনিজ’ বলে ভারতীয় বংশোদ্ভূতকে মার ইজরায়েলে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement