Viral Video

মহিলার কানের ভিতর জাল বুনছে মাকড়সা! দেখুন সেই ভিডিয়ো

তবে দুর্বল চিত্তের লোকেদের সেই ভিডিয়ো দেখতে নিষেধ করছেন নেটাগরিকরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২০ ১৫:১৫
Share:

প্রতীকী চিত্র। শাটারস্টক।

বেশ কয়েকদিন ধরেই ফরফর করছিল কান, সঙ্গে হচ্ছে প্রচণ্ড যন্ত্রণা। তা থেকে রেহাই পেতে চিনা মহিলা গিয়েছিলেন হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা ওই মহিলার কানের ভিতর যা দেখেছেন, সেই ভিডিয়ো আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা এখন ভাইরাল। তবে দুর্বল চিত্তের লোকেদের সেই ভিডিয়ো দেখতে নিষেধ করছেন নেটাগরিকরা।

Advertisement

‌গত ২২ এপ্রিল চিনের সিচুয়াং প্রদেশে অবস্থিত মিয়ানইয়াং হসপিটাল অব ট্রাডিশনাল চাইনিজ মেডিসিন-এ গিয়েছিলেন। সেখানে তাঁকে পরীক্ষা করেন চিকিৎসক লিউ। কানের ভিতর ক্যামেরা দিয়ে দেখার সময় জীবন্ত মাকড়সা দেখতে পান তিনি। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই মহিলার কানের ভিতর নড়ে চড়ে বেড়াচ্ছে একটি মাকড়সা। কানের ভিতরেই ঘুরে ঘুরে জাল বুনছে সে।

এর পর ওই মাকড়সাকে বের করে পরিষ্কার করা হয় ওই মহিলার কান। যদিও এর জেরে মহিলার কানের কোনও ক্ষতি হয়নি। বিষয়টি নিয়ে চিকিৎসক লিউ বলেছেন, ‘‘ভাগ্য ভাল মাকড়সাটা ছোট ছিল। কানের পর্দার কোনও ক্ষতি করতে পারেনি। নাহলে শ্রবণশক্তি হারাতে পারতেন ওই মহিলা।’’ দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: ক্ষতিপূরণ চাইব চিনের থেকে, হুঙ্কার ট্রাম্পের

আরও পড়ুন: করোনায় মৃত বাংলাদেশের সাংবাদিক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement