Viral video

আইসক্রিমে মাংসের ফ্লেভার, স্বাদের সঙ্গে স্বাস্থ্যের জন্যও ভাল বলে দাবি সংস্থার

বেলারুশের এক সংস্থা মিনস্ক ইনস্টিটিউট ফর মিট অ্যান্ড ডেয়ারি এমন এক আইসক্রিম তৈরি করেছে যা মাংসের গন্ধ যুক্ত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২০ ১৬:১১
Share:

মাংসের গন্ধ যুক্ত আইসক্রিম। টুইটার থেকে নেওয়া ছবি।

ম্যাগিতে গোলাপের গন্ধ, সয়াবিন বিরিয়ানি, গুলাবজামুন বড়াপাও, ওরিও সিঙাড়া, চকলেট ধোসা, জামুন পিৎজার পর আপনি যদি ভাবেন অবাক পদের তালিকা শেষ হয়ে গিয়েছে তবে ভুল করছেন। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল অদ্ভুত ভাবনা চিন্তার এক আইসক্রিম। অদ্ভুত কারণ, আপনি স্বপ্নেও হয়তো ভাবেননি এমন ফ্লেভারের কোনও আইস্ক্রিমের জন্ম হতে পারে। এটি মাংসের গন্ধ যুক্ত আইসক্রিম। চমকালেন?

Advertisement

বেলারুশের এক সংস্থা মিনস্ক ইনস্টিটিউট ফর মিট অ্যান্ড ডেয়ারি এমন এক আইসক্রিম তৈরি করেছে যা মাংসের গন্ধ যুক্ত। এই সংস্থা মাংস এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের সঙ্গে যুক্ত। সংস্থার তৈরি এই অভিনব আইসক্রিমের নাম রাখা হয়েছে ‘আইস মিট’। গত সেপ্টেম্বরে 'বেলাগো ২০২০ এগজিবিশনে' প্রথম 'আইস মিট' সামনে আনা হয়। সংস্থার দাবি, এতে কোনও চিনি নেই। এটি খুবই স্বাস্থ্যকর।

এমন আইসক্রিম খেতে কেমন লাগবে কে জানে! তবে সংস্থার পক্ষে যে ভিডয়ো প্রকাশ করা হয়েছে তাতে অবশ্য স্বাদেও এটি অসাধারণ বলে দাবি করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন: কুকুরে টানা রিকশা, মুখের আদেশেই বাজারে চলেছে রোবট স্পট

আরও পড়ুন: ৮৭ বছরের জোশি আঙ্কলের পাশে দাঁড়াতে অন্তত একটা ব্যাগ কেনার অনুরোধ

দেখুন সেই ভিডিয়ো:​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement