আরশোলার অস্ত্রোপচার। ছবি টুইটার থেকে সংগৃহীত।
ডিম পাড়তে সমস্যা হচ্ছিল আরশোলার। তার পালক তখন তাকে নিয়ে যায় ভেটেরিনারি চিকিৎসকের কাছে। ওইটুকু পতঙ্গের অস্ত্রোপচার করেন চিকিৎসক। সফলও হয়েছে তা। এর পরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
আরশোলার সফল অপারেশনের ঘটনাটি সম্প্রতি ঘটেছে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের শহর ক্রাসনোয়াক্স শহরে। ওই আরশোলাটিকে বাড়়িতে রাখতেন এক ব্যক্তি। ডিম পাড়তে আরশোলাটি সমস্যায় পড়েছে দেখে তিনি নিয়ে যান স্থানীয় পশু চিকিৎসাকেন্দ্রে। সেখানেই সফল ভাবে অস্ত্রোপচার করা হয়।
সেই অপারেশনের ভিডিয়ো রাশিয়ার একটি স্থানীয় সংবাদমাধ্যমের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা হয়। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ওইটুকু পতঙ্গের অপারেশন করা যে বেশ কঠিন কাজ ছিল তা স্বীকার করে ওই চিকিৎসক বলেছেন, ‘‘এই অপারেশনটা বেশ চ্যালেঞ্জিং ছিল। আরশোলাটিকে অজ্ঞান করে ব্যথার ওষুধ দিয়ে তার দেহ থেকে ডিমের থলি বের করে আনা হয়েছে।’’ দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: নিজেদেরই ক্যাবের থেকে কম ভাড়ায় যাত্রী নিয়ে গেল উবর হেলিকপ্টার!