Rhino

পর্যটকদের গাড়ি তাড়া করল ক্ষিপ্ত গণ্ডার! রুদ্ধশ্বাস ভিডিয়ো ভাইরাল

যেমন সম্প্রতি পর্যটকদের গাড়ি দেখে দীর্ঘক্ষণ তাড়িয়ে বেড়ালো একটি ক্ষিপ্ত গণ্ডার।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৯ ১৩:০৯
Share:

পর্যটকদের গাড়িকে তাড়িয়ে বেড়ালো রাইনো। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

দক্ষিণ আফ্রিকার ঘন জঙ্গলে থাকা বন্যপ্রাণীদের আকর্ষণে সেখানে ঘুরতে আসেন বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা। কিন্তু পর্যটকদের কাছে সব সময় সেই জঙ্গল সাফারি মধুর হয় না। মাঝেমধ্যেই পর্যটকদের গাড়ি দেখে ক্ষেপে গিয়ে জঙ্গলের প্রাণীরা ক্ষিপ্ত আচরণ শুরু করে। যেমন সম্প্রতি পর্যটকদের গাড়ি দেখে দীর্ঘক্ষণ তাড়িয়ে বেড়ালো একটি ক্ষিপ্ত গণ্ডার

Advertisement

সাবি স্যান্ড এলাকায় লেপার্ডের দেখা পেতে গাড়ি করে গিয়েছিলেন এক দল পর্যটক। সেই দলে ছিলেন রায়ান বসফ নামের এক ব্যক্তি। কিন্তু লেপার্ডের বদলে তাঁদের গাড়ি দেখে তাড়া করা শুরু করে একটি গণ্ডার। সেই ঘটনার ভিডিয়ো করেছিলেন রায়ান। যা সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়েছে।

এক সংবাদমাধ্যমকে রায়ান বলেছেন, ‘‘প্রথমে তাড়া করা দেখে আমরা ভেবেছিলাম ও হয়ত থেমে যাবে। সে জন্য চালক গাড়ি ঘুরিয়েও নিয়েছিল। কিন্তু গণ্ডারটি যেন আমাদের তাড়া করতে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। তাই প্রায় দু’মিনিট ধরে আমাদের তাড়া করেছিল সে। কোনও মতে আমরা তার হাত থেকে বেঁচে ফিরেছি।’’

Advertisement

আরও পড়ুন: ছবিতে দেখতে পাওয়া প্রাণীটি কাক না খরগোশ?

আরও পড়ুন: শাকের বাক্সে ঘাপটি মেরে রয়েছে আস্ত একটা ব্যাঙ! দেখুন ভিডিয়ো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement