পাইথন-শেয়াল-ব্যাজারের লড়াই। ছবি: ইউটিউব থেকে নেওয়া।
জঙ্গলের কঠিন জীবনে পরিস্থিতি কেমন মুহূর্তে পরিবর্তন হয়ে যায় তার বড় উদাহরণ এই ভিডিয়োটি। এই মুহূর্তে যাকে খাদ্য ভাবা হচ্ছিল, পরের মুহূর্তে সেইহয়ে উঠলখাদক-শিকারি।
দক্ষিণ আফ্রিকার বোটসওনারচোবে পার্কের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে একটি কালো-ধুসর হানি ব্যাজারকে পেঁচিয়ে ধরেছে একটি বড় পাইথন। ব্যাজারটি চেষ্টা চালিয়ে যাচ্ছে নাগপাশ থেকে মুক্তি পাওয়ার, কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছিল না।
ব্যাজার একটি ছোট আকারের স্তন্যপায়ী প্রাণী। বেজির থেকে একটু বড় আবার শেয়ালের থেকে আকারে ছোট হয়। এদের মূলত আফ্রিকা, দক্ষিণ-পশ্চিম এশিয়া ও ভারতীয় উপমহাদেশে পাওয়া যায়। ব্যাজার মধু, পাখি, পাখির ডিম, গিরগিটি, সাপ খেয়ে বেঁচে থাকে।
ভাইরাল হওয়া ভিডিয়োতে ব্যাজার ও সাপের এই লড়াইয়ের মাঝে এবার তৃতীয় এক চরিত্র পদার্পণ করে। একটি শেয়াল এবার আক্রমণ করে পাইথনটিকে। প্রথমে শেয়ালের আক্রমণ উপেক্ষা করেই ব্যাজারটিকে পেঁচিয়ে রেখেছিল পাইথনটি। কিন্তু বার বার শেয়ালটির আক্রমণে এবার ব্যাজারটিকে ছেড়ে নতুন এই শত্রুকে আক্রমণ করতে উদ্যত হয় পাইথনটি। রাশ একটু আলগা হতেই পাইথনের কবল থেকে বেরিয়ে আসে ব্যাজারটি।
সাপেরপ্যাঁচ থেকে মুক্তি পেয়েই এবার উল্টে প্রতিশোধ নিতে উদ্যত হয় ব্যাজারটি। শেয়ালটি আগেই সাপটিকে লেজের দিকে ধরে টানাটানি শুরু করেছিল এবার মুখের দিকে কামড়ে ধরে টানাটানি শুরু করে ব্যাজারটিও।
এরই মাঝে আরও একটি শেয়াল লড়াইয়ে যোগ দেয়। এবার লড়াইটা ত্রিমুখী হয়ে যায়। একদিকে সাপ আক্রমণ করছে শেয়াল ও ব্যাজারটিকে। আবার শেয়ালটি সাপকে আক্রমণ করার পাশাপাশি ব্যাজারকেও আক্রমণ করে। ব্যাজারও সাপটিকে টানাটানি করার পাশাপাশি শেয়ালের দিকে ছুটে যেতে থাকে।
ভিডিয়োর শেষে দেখা যাচ্ছে, শেয়াল একরকম রণে ভঙ্গ দিয়েছে। আর সাপটিকে টেনে ঝোপের মধ্যে নিয়ে যাচ্ছে, ব্যাজারটি।
দেখুন সেই ভিডিও: