মহিলার হাতে চাপড় মারছে পোপ। ছবি- রয়টার্স।
রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস। তাঁর আশীর্বাদ নিয়ে নতুন বছর শুরু করতে সেন্ট পিটার স্কোয়ারে জড়ো হন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা। ২০২০-র শুরুর লগ্নে সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হয়েছিলেন সব বয়সের মানুষরা। পোপ ফ্রান্সিসও তাঁদের শুভেচ্ছা জানাচ্ছিলেন। কিন্তু তা চলতে চলতেই কাটল তাল। এক মহিলাকে কেন্দ্র করে যা ঘটেছে সেখানে সেই ভিডিয়োয় এখন দাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, সেন্ট পিটার্স স্কোয়ারে উপস্থিতদের উদ্দেশে হাত নেড়ে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন পোপ ফ্রান্সিস। হাত মেলাচ্ছেন সামনে দাঁড়িয়ে থাকা অনুগামীদের সঙ্গে। উপস্থিতরা ছবিও তুলছেন সেই মুহূর্তের। এক বাচ্চার সঙ্গে হাত মেলানোর পরই সেখানে দাঁড়িয়ে থাকা এক মহিলা হাত চেপে ধরেন পোপের। কিছুতেই হাত ছাড়তে চাইছিলেন না তিনি। তখন ওই মহিলার হাতে কয়েকটি চাপড় মারেন পোপ ফ্রান্সিস। তার পর হাত ছাড়াতে সমর্থ হন।
এই ঘটনার ভিডিয়ো নিয়েই শুরু হয়েছে আলোচনা। মহিলা হাত ধরে রাখার সময় পোপের মুখে ফুটে উঠেছিল বিরক্তি। মহিলার হাতে চাপড় মেরে বছরের শুরুতেই বিতর্কে জড়ালেন ভ্যাটিকানের পোপ। দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: বাচ্চারা আঁকছে, ছবিতে পোজ দেওয়ার নামে ঘুমিয়ে নিলেন বাবা!
আরও পড়ুন: পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে যাব, ফের হুঙ্কার কিম জং উনের