Viral video

করোনাভাইরাস এড়াতে অভিনব কায়দা, চিনের ভিডিয়ো ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়

হাত বাড়িয়ে দেন করমর্দন করতে চাওয়ার ভঙ্গিতে। হাত না বাড়িয়ে এই ব্যক্তি বরং এক কদম পিছিয়ে গিয়ে যান। হাতের বদলে বাড়িয়ে দেন একটি পা।

Advertisement

সংবাদ সংস্থা

বেজিং শেষ আপডেট: ০৩ মার্চ ২০২০ ১৭:১৫
Share:

হাতের বদলে পা। ছবি: টুইটার থেকে নেওয়া।

সবাই পরামর্শ দিচ্ছেন, করোনাভাইরাস এড়াতে, এড়িয়ে চলুন করমর্দন। সেই পরামর্শ অক্ষরে অক্ষরে মেনে চলতে দেখা গেল একদল যুবককে। কিন্তু তা বলে শুভেচ্ছা বিনিময় তো আর থেমে থাকবে না। তাই তাঁরা এক অভিনবপন্থা নিয়েছেন। ক্যামেরায় ধরা পড়া সেই সেই ভিডিয়ো শেয়ার হয়েছে এক ব্রিটিশ সংবাদমাধ্যমের টুইটার হ্যান্ডলে।

Advertisement

স্কাই নিউজের টুইটার হ্যান্ডলে এদিন দুপুর ১টা নাগাদ ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি গাড়ি থেকে নেমে আসছেন এক ব্যক্তি। মুখোশ পরা, হাত ঢোকানো জ্যাকেটের মধ্যে। গাড়ি থেকে নেমে আসার পর তাঁর দিকে এগিয়ে আসেন এক ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি তাঁর দিকে হাত বাড়িয়ে দেন করমর্দন করতে চাওয়ার ভঙ্গিতে। হাত না বাড়িয়ে এই ব্যক্তি বরং এক কদম পিছিয়ে গিয়ে যান। হাতের বদলে বাড়িয়ে দেন একটি পা। দ্বিতীয় ব্যক্তিও তা দেখে একই ভঙ্গিতে তাঁর দিকে পা পাড়িয়ে দেন। দু’জনে হাতে হাত মেলানোর বদলে পায়ের পাতা ছুঁইয়ে নেন। এই দু’জনই নন ভিডিয়োতে একাধিক ব্যক্তিকে এমন করতে দেখা যায়।

করোনাভাইরাস এড়াতে পরস্পরকে স্পর্শ না করার পরামর্শের মধ্যে ভিডিয়ো সত্যিই অভিনব। তবে হাতের বদলে এভাবে পায়ের পাতা ছোঁয়ালে করোনাভাইরাস এড়ানো যাবে কিনা, নিশ্চিত করে কেউ জানাননি। তবে করোনার আতঙ্কের মধ্যে এমন ভিডিয়ো কিছুটা হলেওউদ্বেগ থেকে মুক্তির সুযোগ করে দিচ্ছে। তাই এমন ভিডিয়ো নিজেদের টাইম লাইনে শেয়ার করছেন নেটাগরিকরা।

Advertisement

আরও পড়ুন: করোনা ঠেকাতে চুম্বন এড়িয়ে চলুন, পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

আরও পড়ুন: ৭০ বছর পর ফের এই পরজীবীর আতঙ্কে ফ্রান্সে

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement