Viral Video

টয়লেট পেপার দিয়ে চলছে পোকার! বিরক্ত নেটাগরিকরা

সেখানে টয়লেট পেপার দিয়েই পোকার খেলতে দেখা যাচ্ছে ছ’জনকে।

Advertisement

সংবাদ সংস্থা  

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২০ ১৭:৪৯
Share:

টয়লেট পেপার নিয়ে চলছে পোকার খেলা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

করোনাভাইরাস আতঙ্কে ঘরবন্দি থাকতে হচ্ছে বিভিন্ন দেশের বাসিন্দাদের। নিত্য প্রয়োজনীয় জিনিসও মজুত করছেন অনেকে। বাজারে আকাল। এই আবহেই লন্ডনের একটি পাবের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে টয়লেট পেপার দিয়েই পোকার খেলতে দেখা যাচ্ছে ছ’জনকে। তা দেখেই বিভিন্ন মন্তব্য করছেন নেটাগরিকরা।

Advertisement

জানা গিয়েছে, ঘটনাটি সম্প্রতি ঘটেছে লন্ডনের এলথাম টেরেস ক্লাবে। সেখানেই পোকার খেলায় মেতেছিলেন ওই ব্যক্তিরা। পোকার খেলার জন্য কার্ড থাকলেও তাঁদের কাছে ছিল না গুটি। টয়লেট পেপারের রোলকেই গুটি হিসাবে ব্যবহার করছেন তাঁরা।

সেই ভিডিয়ো ‘দ্য পোকার পেজ’ নামের এক ফেসবুক পেজ থেকে আপলোড করা হয়েছিল। যা ইতিমধ্যেই দেখা হয়েছে এক কোটি ৬০ লক্ষ বার। সেই ভিডিয়ো দেখে বেজায় ক্ষেপেছেন নেটাগরিকরা। করোনা আবহে এ ভাবে জড়ো হওয়ার জন্য এক হাত নিয়েছেন নেটাগরিকরা। আবার এত টয়লেট পেপার এক সঙ্গে দেখে কেউ কেউ বলেছেন, ‘‘এই খেলার জন্য এতো পেপার জড়ো করা অর্থহীন।’’ দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: বিজ্ঞাপনে করোনা নিয়ে সতর্কবার্তা গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির

আরও পড়ুন: নিজের জন্মদিনের খেলনা কিনছে সারমেয়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement