টিভিতে বিতর্ক চলার সময়ই পড়ে গেলেন মাঝহার বারলাস। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
পাকিস্তানের খবরের চ্যানেল জিটিভি। গত ১৬ সেপ্টেম্বর সেই চ্যানেলে চলছিল বিতর্ক সভা। উপস্থিত ছিলেন বিশেষজ্ঞরাও। কাশ্মীর ইস্যু নিয়েই আলোচনা হচ্ছিল সেই সভায়। সেই আলোচনা চলতে চলতেই চেয়ার উল্টে পড়ে গেলেন এক বিশেষজ্ঞ। অস্বস্তি বাড়ল প্যানেলে উপস্থিত সকলেই। এই ঘটনার ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্যানেলে বসে আছেন মাঝহার বারলাস। হুট করে উল্টে গেল তাঁর চেয়ার। সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে পড়ে গেলেন তিনি। পড়ে যাওয়ার সময় টেবিলকে আকড়ে ধরার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু সফল হননি। শেষমেশ টেবিলের তলায় ঢুকে গেলেন তিনি। আর তা দেখে শোয়ের সঞ্চালক বেজায় অস্বস্তিতে। লজ্জা ঢাকতে নিজের জিভ কামড়ে নিলেন তিনি।
বিতর্ক সভা চলার সময় অপ্রীতিকর ঘটনা পাকিস্তানে এই প্রথম নয়। এর আগে জুনে বিতর্কসভা চলার সময় সাংবাদিকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এক রাজনৈতিক নেতা। সেই ঘটনার ভিডিয়োও ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়।
আরও পড়ুন: মৃত মানুষদের সঙ্গে ‘যোগাযোগ করে’ প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা!
আরও পড়ুন: মার্কিন সেনারা সুর তুললেন ‘জন গণ মন’-র