Pakistan

সৌদি রাজাকে ‘অপমান’, ট্রোলের মুখে ইমরান খান

সৌজন্য মূলক স্বাক্ষাত্ হয় সৌদি আরবের রাজা সলমন বিন আবদুলআজিজ ও পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের। সেখানেই নাকি সৌদি রাজাকে ইমরান খান অপমান করেছেন বলে অভিযোগ

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুন ২০১৯ ১৬:৫৯
Share:

ইমরান খান ও সলমন বিন আবদুলআজিজ। ছবি : এএফপি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরবের রাজা সলমন বিন আবদুলআজিজকে অসৌজন্য দেখিয়েছেন, কূটনৈতিক প্রথা মেনে ব্যবহার করেননি। এই অভিযোগে এবার ঘরে বাইরে সমালোচনার মুখে পড়লেন ইমরান খান।

Advertisement

সৌদি আরবের মক্কায়, গত সপ্তাহে ৫৭টি মুসলিম দেশের সংগঠন ওআইসি-র সম্মেলন ছিল। সেখানেই সৌজন্য মূলক স্বাক্ষাত্ হয় সৌদি আরবের রাজা সলমন বিন আবদুলআজিজ ও পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের। সেখানেই নাকি সৌদি রাজাকে ইমরান খান অপমান করেছেন বলে অভিযোগ।

তিরিশ সেকেন্ডের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতেই এই ঘটনা ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, সৌদি রাজার দিকে হেঁটে আসছেন ইমরান খান। ইমরান কাছে আসতেই তাঁকে কিছু বলেন সৌদি রাজা। সেই বক্তব্য দোভাষী,ইমরান খানকে অনুবাদ করে দেন। উত্তরে ইমরান খানও কিছু বলেন। সেটিও সৌদি রাজার জন্য অনুবাদ করতে থাকেন দোভাষী ওই আধিকারিক। কিন্তু সেই অনুবাদ শেষ হওয়ার আগেই হাঁটা দেন ইমরান খান।

Advertisement

পাকিস্তানের রাজনৈতিক মহলের একাংশই দাবি, এই ঘটনায় স্বভাবতই অসন্তুষ্ট হয়েছেন সৌদি রাজা। ইমরান খানের শরীরী ভাষাও সৌজন্য মূলক ছিল না বলে অভিযোগ উঠতে শুরু করেছে।

আরও পড়ুন : কেউ কি গাঁজা হারিয়েছেন? আমাদের সঙ্গে যোগাযোগ করুন, টুইট করল পুলিশ!

আরও পড়ুন : মুখ খুলে কয়েন খেয়ে নিচ্ছে ‘অদ্ভুত’, ইন্টারনেটে ভাইরাল টাকার ব্যাগ

আইওসি-র সম্মেলনের পাশাপাশি সৌদি আরব ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠক বাতিল করা হয়েছে সৌদি আরবের তরফে। মনে করা হচ্ছে এই সৌদি রাজার সঙ্গে অসৌজন্য দেখানোর জন্যই এই বৈঠক বাতিল হয়েছে।

তবে কূটনৈতিক মহলে যা চাপান উতোর হওয়ার তাতো হয়েইছে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয়েছে ইমরান খানকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement