Viral Video

একদল যান্ত্রিক চিতা দাপিয়ে খেলছে ফুটবল, ভাইরাল ভিডিয়ো

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনলজির বায়োমাইমেটিক রোবটিক্স বিভাগ এই ছোট ছোট চিতার মতো রোবটগুলি তৈরি করেছে। আর তাদের দিয়েই সম্প্রতি পরীক্ষা করা হয়। সেখানে ফুটবল খেলানো হয় রোবটগুলিকে দিয়ে। তারই একটি ভিডিয়ো ইউটিউবে আপলোড হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৯ ১৯:৫৬
Share:

ফুটবল খেলছে রোবট চিতা। ছবি: ইউটিউব থেকে নেওয়া।

একদল চিতার মতো দেখতে ছোট ছোট রোবট খেলছে ফুটবল। শুধু ফুটবল খেলাই নয় মাঠে তারা আরও অনেক কসরত দেখাচ্ছে। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনলজির বায়োমাইমেটিক রোবটিক্স বিভাগ এই ছোট ছোট চিতার মতো রোবটগুলি তৈরি করেছে। আর তাদের দিয়েই সম্প্রতি পরীক্ষা করা হয়। সেখানে ফুটবল খেলানো হয় রোবটগুলিকে দিয়ে। তারই একটি ভিডিয়ো ইউটিউবে আপলোড হয়েছে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, যে ভাবে ম্যাচ শুরুর আগে প্লেয়াররা কসরত করেন, শরীরের আড়মোড়া ভাঙেন, এই ন’টি রোবটকেও তেমন করতে দেখা গেল। শুধু স্ট্রেচিংই নয়, রোবটগুলি রীতিমতো শূন্যে ডিগবাজি খাচ্ছে। দোড়চ্ছে ফুটবল নিয়ে। কখনও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পজিশন নিচ্ছে, কখনও চার পায়ের মাঝে বল নিয়ে দৌড়ছে।

Advertisement

আরও পড়ুন: সিনেমা দেখে হৃতিকের প্রশংসা, স্ত্রীকে খুন করে স্বামী আত্মঘাতী

প্রথমে এটি কেবল ইউটিউবে প্রকাশ পেলেও পরে সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মেও প্রকাশ পায়। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই ভাইরাল হয়ে যায়। শুধু ইউটিউবে ৬ নভেম্বর প্রকাশ পাওয়া ভিডিয়োটি এই পর্যন্ত প্রায় তিন লক্ষ ২৯ হাজার বার দেখা হয়েছে।

আরও পড়ুন: পুরুষ সেজে কিশোরীদের সঙ্গে ‘সম্পর্ক’, জানতে পেরে আত্মঘাতী অভিযুক্তের স্বামী

দেখুন রোবট চিতাদের ফুটবল খেলার সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement