Viral Video

ছেলেদের সঙ্গে মস্করা, নিজের হাত ‘কাটলেন’ মা! তার পর?

ছেলেদের সঙ্গে মায়ের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৯ ১৪:৩৮
Share:

ছেলেদের সঙ্গে অদ্ভুত মজায় মাতলেন এই মা। ছবি টুইটার ভিডিয়ো থেকে নেওয়া।

বাচ্চাদের সঙ্গে মায়ের খুনসুটি অন্যরকম এক ভালবাসার প্রকাশ। কিন্তু সম্প্রতি এক মা তাঁর দুই ছেলের সঙ্গে রান্নাঘরে যে ভাবে মজায় মাতলেন তা নিয়ে উচ্ছ্বসিত নেটিজেনরা। ছেলেদের সঙ্গে মায়ের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

Advertisement

সেই ভিডিয়োতে, ওই মহিলাকে দেখা যাচ্ছে রান্নাঘরে সবজি কাটতে। সবজি কাটার সময় নিজের আঙুলের মতো করে একটি গাজরের টুকরো কাটেন। তার পর সস মাখিয়ে এমন করেন যেন হাত কেটে রক্ত বেরচ্ছে। তার পর কাটা আঙুলের জায়গায় সবজি কাটার ছুরি রেখে জুড়ে দেন চিৎকার। সেই চিৎকার শুনে রান্নাঘরে ছুটে আসে ওই মহিলার দুই ছেলে।

মায়ের হাতের ওই অবস্থা দেখে দুই ছেলে ভয়ে রীতিমতো ভীত হয়ে পড়ে। ছেলেদের মুখের ওই অবস্থা দেখার পর তখন হাসিতে ফেটে পড়েন ওই মহিলা। তখন ছেলেরা বুঝতে পারেন, মা তাঁদের সঙ্গে মজা করতেই এ রকম করেছেন। প্রকৃতপক্ষে মায়ের হাত কাটেনি দেখে নিশ্চিন্ত হয় দুই ছেলে।

Advertisement

ভিডিয়োটি শনিবার আপলোড করা হয় টুইটারে। তার পর থেকে প্রায় তিন লক্ষেরও বেশি লোক দেখে ফেলেছেন এই ভিডিয়ো। কিন্তু ওই মহিলার নাম কী, তিনি কোথায় থাকেন এ সম্পর্কিত কোনও তথ্য জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন: স্টোর থেকে চুরি করে বাচ্চাকে ফেলেই চলে যাচ্ছেন মা! দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: খালে পড়ে গেল বাচ্চার চটি, তোলার আপ্রাণ চেষ্টা হাঁসের, মুগ্ধ নেটিজেনরা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement