ঝড়ের তোড়ে উড়ছে গদি। ছবি ইউটিউব ভিডিয়োর দৃশ্য।
আমেরিকার কলোরাডোর ডেনভার শহরের মুক্ত মঞ্চে আয়োজন করা হয়েছিল সিনেমার একটি অনুষ্ঠান। গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ছিল ‘ব্যাড সিনেমা’ নামের সেই আউটডোর ইভেন্টটি। সেখানে দর্শকদের জন্য সিনেমা দেখার বন্দোবস্ত করা হয়েছিল ঘাসের উপর গদি বিছিয়ে। সেই অনুষ্ঠান চলাকালীন হঠাৎই প্রবল বেগে শুরু হয় ঝড়। সেই ঝড়ের তোড়ে ঘাসের উপর থাকা গদিগুলি উড়তে শুরু করে। উড়তে উড়তে সেগুলি এদিক-ওদিক ছড়িয়ে পড়তে থাকে।
এই ঘটনার ভিডিয়ো করেছিলেন রব মানেস নামের এক ব্যক্তি। ইউটিউবে সেই ভি়ডিয়ো তিনি আপলোড করেছিলেন ‘দ্য গ্রেট ম্যাট্রেস মাইগ্রেশন ২০১৯’ নামে। তার পরই ভাইরাল হয়েছে সেই পোস্টটি। এখনও অবধি দু’লক্ষেরও বেশি লোক দেখে ফেলেছেন সেই ভিডিয়ো।
শুধু তাই নয়, কাগজের টুকরোর মতো গদি উড়ে যাওয়া দেখে সেই ভিডিয়োতে মজার নানা কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন: বেড়া টপকে মিলিটারি বেসে ঢুকছে বিশালাকার কুমির! দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: কত লাখে বিক্রি হল ওবামার স্কুলের বাস্কেটবল জার্সি?