আকাশে বিদ্যুতের আলপনা। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।
গুয়েতামালায় বাস করেন অ্যালসা বারুন্দিয়া। সম্প্রতি তিনি ঘুরতে গিয়েছিলেন সেখানকার একটি পাহাড় ভলকান দে আগুয়ায়। তিনি যখন পাহাড়ের চূড়ার কাছাকাছি, তখনই শুরু হয় বিদ্যুৎ চমকানো। আলোয় ভরে যায় চারিদিক। আর অ্যালসা সেই বিদ্যুৎ চমকানোর দৃশ্য পাহাড়ের উপর থেকেই ক্যামেরা বন্দি করেছিলেন।
সেই ছবি তার পর তিনি আপলোড করেন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। ব্যস, সেই ছবি ও ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
পাহাড়ের উপর থেকে অ্যালসা তোলা ছবি গুলি ফুটিয়ে তুলছে বিদ্যুতের নকশার সৌন্দর্য। আর সেই সৌন্দর্যেই মোহিত নেট দুনিয়া। নিজের ফেসবুক পোস্টে অ্যালসা জানিয়েছেন, বিদ্যুতের এই ঝলকানি দেখে প্রথমে ক্যামেরাই ঠিক মতো ধরতে পারছিলেন না তিনি। তার পর বহু কষ্টে তুলেছেন এই সব ছবি। আর তা দেখেই মোহিত নেটিজেনরা।
আরও পড়ুন: প্রায় ২৪ লক্ষ শিশুর প্রাণ বাঁচিয়েছে এই ব্যক্তির রক্ত!
আরও পড়ুন: নির্বাচনী প্রতিশ্রুতি রাখেননি মেয়র, শাস্তি হিসাবে স্কার্ট পরিয়ে শহর ঘোরালেন বাসিন্দারা!