Viral video

বিশ্বের প্রবীণতম এই মহিলা ২ জানুয়ারি পালন করলেন জন্মদিন, দেখুন এঁর বয়স কত

গত বছরই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেন কানে তানাকা।ঘোষণা করা হয় তিনিই বিশ্বের প্রবীণতম মানুষ। ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন কানে। ১৯২২ সালে বিয়ে করেন হিদেও তানাকা-কে।

Advertisement

সংবাদ সংস্থা

টোকিও শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ ১৯:৩২
Share:

জন্মদিন পালন করছেন কানে। ছবি: ইউটিউব থেকে নেওয়া।

নিজের রেকর্ড আরও উঁচুতে নিয়ে গেলেন বিশ্বের প্রবীণতম মানুষটি। জাপানের ‘কানে তানাকা’ ২ জানুয়ারি নিজের ১১৭তম জন্মদিন পালন করলেন। গত বছরই তিনি বিশ্বের প্রবীণতম মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। সেই রেকর্ড আরও এক বছর বাড়িয়ে নিলেন কানে।

Advertisement

জাপানের ফুকুওকা-তে একটি নার্সিংহোমে কানের পরিবার জড়ো হয়েছিল। সেখানে এখন তিনি চিকিত্সাধীন। সবার সঙ্গে পালন করলেন তাঁর এবারের জন্মদিন। পরিবার, বন্ধুবান্ধব ও নার্সিংহোমের তরফ থেকে একটি ছোট্ট পার্টির আয়োজন করা হয়। নিজে চলাফেরা করতে না পারলেও হুইল চেয়ারে সেই পার্টিতে যোগ দেন কানে। সবাই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

গত বছরই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেন কানে তানাকা।ঘোষণা করা হয় তিনিই বিশ্বের প্রবীণতম মানুষ। ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন কানে। ১৯২২ সালে বিয়ে করেন হিদেও তানাকা-কে।

Advertisement

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় দেখা মিলল বিশ্বের সব থেকে বড় ফুলের

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, জাপানে জন্মহার কমছে। আর মানুষের গড় বয়স বাড়ছে। কানে তানাকার এই মাইলস্টোন ছোঁয়া যেন সেটাকেই আরও একবার সামনে এনে দিল।

আরও পড়ুন: পিৎজা গরম করতে গিয়ে ‘রান্না’ হয়ে গেল আস্ত সাপ!

কানে তানাকা-র ১১৭তম জন্মদিন পালন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement