চোখের নিমেষে গুঁড়িয়ে গেল ২২ তলা বাড়ি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ছিল ‘দ্য ব্যঙ্ক অব লিসবন’-এর বিল্ডিং। ২২ তলা সেই বাড়িতে আগুন লেগেছিল গত বছর সেপ্টেম্বরে। আগুনে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয় বাড়িটির।
সম্প্রতি কাঠামোগত বিশ্লেষণের পর সেখানকার স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেয় বাড়িটি ভেঙে ফেলার। সে জন্য গত রবিবার বিস্ফোরকের সাহায্যে ভেঙে ফেলা হয় সেই বিল্ডিং। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্যাটফর্মে। তার পরেই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, আশপাশে থাকা বহুতলের মধ্যে সব থেকে উঁচু বিল্ডিং সেটি। হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ত লাগে সেটি। ৩০ সেকেন্ডেরও কম সময়ে ভেঙে পড়ে ২২ তলার সেই বাড়ি। জানা গিয়েছে, নিয়ন্ত্রিত ভাবে ভেঙে ফেলতে ব্যবহার করা হয়েছে প্রায় ৮৯৪ কেজি বিস্ফোরক।
বাড়ি ভাঙার ব্যাপারে সেখানকার স্থানীয় প্রসাশনের কর্মকর্তা তাসনীম মোতারা বলেছেন, ‘‘এটা শহরের দ্বিতীয় উচ্চতম বাড়ি, যেটি ভেঙে ফেলা হল। এই বাড়ির উচ্চতা ছিল ১০৮ মিটার। এর আগে ভেঙে ফেলা বিল্ডিং ছিল ১১৪ মিটার উঁচু।’’
এই বাড়ি ভেঙে ফেলার ঘটনা দেখতে রবিবার ভিড় জমিয়েছিলেন দু’হাজারেরও বেশি মানুষ। আপনিও দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: ৩০ সেকেন্ডে ১০০ লাফ! চিনা তরুণের গিনেস রেকর্ডের ভিডিয়ো দেখুন
আরও পড়ুন: জলভর্তি রাস্তায় তুলতে গেলেন সেলফি! তার পর কী হল দেখুন