Viral Video

ঘুমন্ত কুমিরের মুখ থেকে মাংস ছিনিয়ে নিল ক্ষুধার্ত লেপার্ড!

কুমিরের মুখ থেকে ক্ষুধার্ত লেপার্ডের মাংস ছিনিয়ে নেওয়ার ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৫৩
Share:

কুমিরের মুখ থেকে খাবার কাড়ছে লেপার্ড। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

মুখে ভরা রয়েছে মাংসের টুকরো। সেই অবস্থাতেই ঘুমিয়ে রয়েছে কুমিরটি। সেখানে গুটি পায়ে এল একটি লেপার্ড। এসে দাঁড়াল কুমিরের সামনে। কিন্তু কাছে গেল না। দূর থেকে থাবা বাড়িয়ে দেখল সে জেগে আছে কি না। কুমিরটি ঘুমাচ্ছে দেখেই তার মুখ থেকে মাংসের একটি টুকরো বের করে নিল লেপার্ডটি। কিন্তু পালিয়ে গেল না। ফের এল। এসে কুমিরের মুখে থাকা অন্যান্য মাংসের টুকরো বের করার চেষ্টা করতে লাগল।

Advertisement

কুমিরের মুখ থেকে ক্ষুধার্ত লেপার্ডের মাংস ছিনিয়ে নেওয়ার ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তারপরই সেই ভিডিয়ো দেখে বিস্মিত নেটাগরিকরা।

বন্যপ্রাণের বিরল এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন ওয়াইন্ড লাইফ চিত্রনির্মাতা নিকোল। জাম্বিয়ার ফুয়ে লজ সাফারির একটি নদীর ধারে এই দৃশ্য দেখা গিয়েছে বলে জানিয়েছেন তিনি। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: কুমিরের গলায় আটকে থাকা টায়ার খুললেই মিলবে পুরস্কার

আরও পড়ুন: মুখে হারমোনিকা আটকে অসহায় তরুণী কাণ্ড দেখুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement