বিশ্বরেকর্ড করেছেন জর্জ হুড। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
টানা আট ঘণ্টা ১৫ মিনিট ১৫ সেকেন্ড ধরে প্ল্যাঙ্ক (এক ধরনের ব্যায়াম) করে গিনেস বিশ্বরেকর্ড গড়লেন আমেরিকার নৌসেনার প্রাক্তন এক কর্মী। ৬২ বছর বয়সে এই বিশ্বরেকর্ড করেছেন জর্জ হুড।
আমেরিকার শিকাগোতে অ্যাবডমিনাল প্লাঙ্কের চ্যালেঞ্জটি নিয়েছিলেন জর্জ। আট ঘণ্টা ১৫ মিনিট ধরে একটানা এই প্লাঙ্ক করে তিনি ভেঙেছেন মাও এইডংয়ের রেকর্ডটি। চিনের মাও এইডং ২০১৬তে আট ঘণ্টা এক মিনিট প্ল্যাঙ্ক করার রেকর্ড গড়েছিলেন।
এই রেকর্ড করার পর এক আন্তর্জাতিক সংবাদসংস্থাকে হুড জানিয়েছেন, এই রেকর্ড গড়ার জন্য তিনি প্রায় দু’হাজার ১০০ ঘণ্টা প্ল্যাঙ্ক অনুশীলন করেছেন। গত দেড় বছর ধরে রোজ সাত ঘণ্টা এই অনুশীলন চালাতেন তিনি। তার ফল স্বরূপই এই রেকর্ডের অধিকারী হলেন তিনি। দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: অক্সফোর্ডে এক ফ্রেমে বন্দি হলেন গ্রেটা ও মালালা
আরও পড়ুন: কী নিয়ে লড়াই করছে এই দুই সিগাল?