Viral Video

গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে প্যারিসের রাস্তায় ছুটছে জেব্রা, ঘোড়া

সেই সব ছবি-ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২০ ১৭:২৭
Share:

প্যারিসের শহরতলির রাস্তায় ছুটছে জেবরা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

প্যারিসের শহরতলির বাসিন্দারা সম্প্রতি দেখতে পান রাস্তার মধ্যে ছুটে বেড়াচ্ছে দু’টি ঘোড়া ও একটি জেব্রা। সেই দৃশ্য দেখে স্বাভাবিক ভাবেই চমকে যান তাঁরা। সেই দৃশ্য তাঁরা ক্যামেরাবন্দিও করেন । সেই সব ছবি-ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

Advertisement

সেখানকার এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, একটি সার্কাসের তাঁবু থেকেই বেরিয়ে চলে আসে ওই তিনটি প্রাণী। তার পর রাস্তা দিয়ে ছুটতে শুরু করে তারা। প্যারিসের শহরতলির ওরমেসন-সুর-মারনেতে রয়েছে বাদিন সার্কাস। সেখান থেকে বেরিয়ে শ্যামপিনি-সুর-মানে যাওয়ার রাস্তায় ঘুরতে থাকে তারা।

যদিও সার্কাসের তাবু থেকে খুব দূরে চলে যায়নি ওই দু’টি ঘোড়া ও জেব্রা। তাদের ধরে ফের সার্কাসের তাঁবুতে ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন বাদিন সার্কাসের মালিক।

Advertisement

ভাইরাল হওয়া ভিডিয়োগুলিতে দেখা যাচ্ছে, রাস্তার মধ্যে গাড়ির সঙ্গে পাল্লা দিয়েই ছুটছে তারা। সেই সব ভিডিয়োগুলি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন লক্ষাধিক নেটাগরিক। দেখুন সেই ভিডিয়ো—

আরও পড়ুন: আর শুধু হুমকি নয়, ‘হু’কে অর্থ সাহায্য বন্ধ করল আমেরিকা

আরও পড়ুন: ভারতকে জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেবে আমেরিকা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement