Viral Video

আম চুরি করতে পাঁচ ফুট উঁচু পাঁচিল টপকাচ্ছে হাতি! দেখুন মজার ভিডিয়ো

গেস্ট হাউসের জেনারেল ম্যানেজার দেখলেন তাঁদের গেস্ট হাউসের পাঁচিল টপকানোর চেষ্টা করছে একটি পুরুষ হাতি।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ১২:৫২
Share:

পাঁচিল টপকাচ্ছে হাতি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

চতুর প্রাণী হিসাবে হাতির তেমন সুনাম নেই। কিন্তু সেই হাতিই যখন মজাদার কাণ্ড করে বসে, তখন তা দেখতে নেটিজেনদের আগ্রহ থাকে চরমে। জাম্বিয়ায় সম্প্রতি এক হাতির এ রকম কাণ্ড দেখে মজায় মেতেছে নেটদুনিয়া।

Advertisement

জাম্বিয়ায় রয়েছে সাউথ লুঙ্গায়া ন্যাশনাল পার্ক। সেই ন্যাশনাল পার্কের ভিতর রয়েছে গেস্ট হাউস, এমফুয়ে লজ। অতিথিরা যখন সাফারিতে যাবেন বলে প্রস্তুত হচ্ছেন, তখন গেস্ট হাউসের জেনারেল ম্যানেজার দেখলেন তাঁদের গেস্ট হাউসের পাঁচিল টপকানোর চেষ্টা করছে একটি পুরুষ হাতি। তিনি সঙ্গে সঙ্গে অতিথিদের সাবধান করে দেন।

তার পর গেস্ট হাউসের ভিতর থেকে তাঁরা সবাই দেখলেন হাতিটি কৌশলে পেরিয়ে গেল পাঁচ ফুটের সেই পাঁচিল। তার পর ভিতরে ঢুকে সে সোজা চলে গেল আমগাছের তলায়। আম খেয়ে হাতি ফের চলে গেল জঙ্গলে।

Advertisement

এই ঘটনা ক্যামেরা বন্দি করেছিলেন ওই গেস্ট হাউসেরই এক কর্মী। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। দেখুন সেই ভিডিয়ো—

আরও পড়ুন: ১০০০ দিনে ১০০০ গান করে রেকর্ড এই প্রবাসী ভারতীয়র

আরও পড়ুন: চাঁদে ঘুরতে যাওয়ার জন্য গার্লফেন্ড খুঁজছেন এই কোটিপতি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement