এক পায়েই হাই জাম্প। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
একটা পা নেই। কিন্তু ইচ্ছাশক্তিতে কোনও খামতি নেই। সেই ইচ্ছাশক্তিতে বলীয়ান হয়ে এক পায়ে ভর দিয়েই দৌড়ান। এমনকি, হাই জাম্পে অংশগ্রহণ করেন।
এ রকম একটি ১৭ সেকেন্ডের ভিডিয়ো বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডল থেকে আপলোড করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্দ। সেই ভিডিয়ো আপলোড করে তিনি লিখেছেন, ‘‘শ্রেষ্ঠ গল্প গুলো তখনই লেখা হয়, যখন কেউ হাল না ছাড়ার সিদ্ধান্ত নেয়।’’ আপলোডের পর এক হাজারেরও বেশি ইউজার লাইক করেছেন সেই ভিডিয়ো।
সেখানে দেখা যাচ্ছে, বিশেষ ভাবে সক্ষম এক যুবককে। তাঁর একটা পা নেই। কিন্তু এক পা দিয়েই তিনি সফল ভাবে ফ্রন্ট ফ্লিপ হাই জাম্প দিলেন। দেখুন সেই ভিডিয়ো—
এই ভিডিয়ো দেখে ওই যুবকের হাল না ছাড়া মানসিকতার প্রশংসায় মেতেছে নেট দুনিয়া। যদিও ওই যুবকের পরিচয় ও কোন প্রতিযোগিতায় তিনি এই জাম্প করেছেন সে ব্যাপারে জানা সম্ভব হয়নি।
আরও পড়ুন: ঘুমন্ত কুমিরের মুখ থেকে মাংস ছিনিয়ে নিল ক্ষুধার্ত লেপার্ড!
আরও পড়ুন: গুগ্লকে বোকা বানিয়ে ‘ফেক ট্রাফিক জ্যাম’ বানান এই ব্যক্তি! কী ভাবে?