Viral Video

রাস্তার উপর বাচ্চা ও পুলিশের নাচে মোহিত নেটদুনিয়া! দেখুন ভিডিয়ো

তাই রাস্তার ধারেই বিভিন্ন ভঙ্গিতে নাচতে শুরু করে দেন জায়ডেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৯ ১৬:২২
Share:

ডেনভারের রাস্তায় নাচছেন সাত বছরের ছেলে ও পুলিশ। ছবি ফেসবুক ভিডিয়ো থেকে সংগৃহীত।

আমেরিকার ডেনভার শহরে রাস্তা দিয়ে ঠাকুমার সঙ্গে যাচ্ছিল সাত বছরের ছেলে জায়ডেন। যেতে যেতে হঠাৎ তার নাচার ইচ্ছা জাগে মনে। তাই রাস্তার ধারেই বিভিন্ন ভঙ্গিতে নাচতে শুরু করে দেন জায়ডেন।

Advertisement

সে সময়ই সেখানে দাঁড়িয়ে ছিলেন ডেনভার পুলিশের এক কর্মী। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলেন জায়ডেনের নাচ। তার পর জায়ডেনের কায়দায় নাচ শুরু করেন ওই পুলিশ কর্মীও। আর তা দেখে জায়ডেন তো খুশি তে ডগমগ। এর পর বেশ কিছুক্ষণ ধরে ওই পুলিশ কর্মী ও জায়ডেন একে অপরকে চ্যালেঞ্জের ভঙ্গিমায় পালা করে নাচতে থাকেন।

এই ঘটনার ভিডিয়ো করেছিলেন জায়ডেনের ঠাকুমা মরগ্যান লিঞ্চ। সেই ভিডিয়োই বুধবার ফেসবুকে পোস্ট করা হয়েছে ডেনভার পুলিশ ডিপার্টমেন্টের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। তার পরই ভাইরাল হয়েছে পোস্টটি। বাচ্চার নাচ দেখে পুলিশের এই বন্ধুত্বপূর্ণ আচরণে মন গলে গিয়েছে নেটিজেনদের।

Advertisement

আরও পড়ুন: মন মতো সেলফি তুলতে ট্রেনের মধ্যে যুবতীর কাণ্ড দেখুন!

আরও পড়ুন: পর্যটকদের গাড়ি তাড়া করল ক্ষিপ্ত গণ্ডার! রুদ্ধশ্বাস ভিডিয়ো ভাইরাল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement