Viral video

আন্তর্জাতিক সারমেয় দিবসে দেখুন সেলিব্রিটিদের পোষ্যের ছবি-ভিডিয়ো

কুকুরের মতো হৃদয় মনে হয় আর কেউ জয় করতে পারে না। তাই বাড়ির আদুরে পোষ্যটির জন্য বছরের প্রতিটা দিনই বিশেষ। কিন্তু তাও সব কিছুর মতোই কুকুরদের জন্যও বছরে একটা বিশেষ দিন ধার্য্য রয়েছে, ২৬ অগস্ট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৯ ১৮:৪২
Share:

আন্তর্জাতিক সারমেয় দিবসে পোষ্যের সঙ্গে। ছবি: এএফপি।

কুকুর ভালবাসেন না এমন মানুষ পৃথিবীতে বিরল নয়। তবে কুকুর ভালবাসেন এমন কোটি কোটি মানুষের কাছে আজকের দিনটি একটু বিশেষ। আজ আন্তর্জাতিক সারমেয় দিবস। কুকুরপ্রেমীরা অনেকেই তাঁদের পোষ্যের সঙ্গে ছবি-ভিডিয়ো পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

কুকুরের মতো হৃদয় মনে হয় আর কেউ জয় করতে পারে না। তাই বাড়ির আদুরে পোষ্যটির জন্য বছরের প্রতিটা দিনই বিশেষ। কিন্তু তাও সব কিছুর মতোই কুকুরদের জন্যও বছরে একটা বিশেষ দিন ধার্য্য রয়েছে, ২৬ অগস্ট।

সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ তাঁদের প্রিয় পোষ্যের সঙ্গে আজ সুযোগ মতো একটু বেশিই সময় কাটালেন। আর নতুন পুরনো ছবিতে ভরিয়ে দিলেন সোশ্যাল মিডিয়া। সেখানে কাউকে দেখা গেল পোষ্যটিকে কোলে নিয়ে ছবি পোস্ট করতে। কাউকে দেখা গেল প্রিয় কুকুরটির সঙ্গে স্যুইমিং পুলে সাঁতার কাটতে। কেউ আবার তাঁর কুকুরকে আদর করছেন, আর সেই আদরের চোটে ঘাসে গড়াগড়ি খাচ্ছে পোষ্যটি।

Advertisement

আরও পড়ুন : ১ টাকা খরচেই বাড়িতে বসে সুগার, হিমোগ্লোবিন টেস্ট, যন্ত্র আবিষ্কার খড়গপুর আইআইটি-র

আরও পড়ুন : লাইভ ইন্টারভিউয়ে টিভি স্ক্রিন জুড়ে ঘুরে বেড়াল দৈত্যাকার মাকড়সা!​

সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় পোষ্যের প্রতি ভালবাসার ছবির বন্যা। কে নেই এই তালিকায়, ক্রিকেটার থেকে অভিনেতা, শিল্পপতি থেকে সরকারি সংস্থা সবাই নিজেদের মতো করে পোস্ট করলেন পোষ্যের ছবি।

❤️🐶

’ & 😊 😎

🐕

🐕🐩 ! = 🐶 👉🏽

’ ’ ! ! 🐶

! 🐶 ! ☀️🏰

🐕 💪

🐕

_

👨+🐶 = 💜 ' !' ______ 🦴

& ❤️ _

!

🐶 💙

! 🐶🐶 (_)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement