মেঘের 'সুনামি'। ছবি: ফেসবুক থেকে নেওয়া।
হঠাত্ ক্যামেরায় ধরা পড়া অনেক ছবি, ভিডিয়ো গোটা বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়। মেঘের এমনই একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সেটিয়াওনা নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে ১১ ডিসেম্বর ভিডিয়োটি পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি বিশাল হ্রদের উপর উঁচু ঢেউয়ের মতো কিছু যেন আছড়ে পড়ছে। একটু পরেই বোঝা যাচ্ছে এটি মেঘরাশি। যা ওই হ্রদের উপর দিয়ে উড়ে যাচ্ছে।
মাঝখানে ভিডিয়োটি ফাস্ট ফরওয়ার্ড করা হয়েছে, যাতে লেকটির উপর দিয়ে মেঘের উড়ে যাওয়ার গোটা দৃশ্যটি দেখানো যায় কম সময়ের মধ্যে। আসলে মেঘরাশি হ্রদে আছড়ে পড়ছে না। সেটি হ্রদের জলের খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছিল। কিন্তু প্রথম ঝলকে দেখলে মনে হবে হ্রদের জলে তা আছড়ে পড়ছে সুনামির মতো।
ভিডিয়োটি মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান লেকের বলে উল্লেখ করা হয়েছে ফেসবুক পোস্টে।বুধবার পোস্ট হওয়া ভিডিয়োটি ইতিমধ্যেই দু’ লাখ ৩৩ হাজারের বেশি বার দেখা হয়েছে। শেয়ার হয়েছে প্রায় সাড়ে ছ’ হাজারের কাছাকাছি।
দেখুন সেই ভিডিয়ো: