Viral Video

করোনা আতঙ্কে বন্দি, ঘরের মধ্যেই ৫০ কিমি দৌড়লেন চিনের এই ব্যক্তি!

সেই ভিডিয়ো এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

Advertisement

সংবাদ সংস্থা  

বেজিং শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০ ২০:০৩
Share:

ঘরের মধ্যেই দৌড়চ্ছেন। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

করোনাভাইরাস সংক্রমণ চিনে ভয়াবহ আকার ধারণ করেছে। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য বিস্তীর্ণ এলাকায় কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে বাসিন্দাদের। কিন্তু ঘরে বস়ে থাকতে থাকতে হাঙঝাউ শহরের বাসিন্দা পান শানচুর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই তিনি ঘরের মধ্যেই শুরু করেছেন দৌড়ানো। সেই ভিডিয়ো এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

Advertisement

শানচু একজন ম্যারাথন দৌড়বিদ। তাই দৌড়ানোর বদলে ঘরে বসে থাকা তাঁর কাছে কষ্টকর হওয়াই স্বাভাবিক। তাই তিনি ঘরে মধ্যেই শুরু করেছেন দৌড়ানো। সেই ভি়ডিয়ো শানচু আপলোড করেছিলেন চাইনিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে। সেখান তিনি লিখেছেন, ‘‘অনেক দিন বাইরে যাইনি। আজ আর বসে থাকতে পারলাম না! চার ঘণ্টা ৪৮ মিনিট ৪৪ সেকেন্ডে আমি ৫০ কিলোমিটার দৌড়ালাম।’’

ব্রিটিশ দৈনিকের প্রতিবেদন অনুসারে, শানচুর প্রতিটি ল্যাপের দৈর্ঘ্য ছিল আট মিটার। অর্থাৎ ঘরের এক বার চক্কর কেটে আট মিটার দৌড়েছেন। এই দৈর্ঘ্যের তিনি ছ’হাজার ২৫০টি ল্যাপ সম্পূর্ণ করেছেন। অর্থাৎ তাঁর মোট দৌড়ানো হয়েছে প্রায় ৫০ কিলোমিটার বা ৩১ মাইল। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: ‘এই হয়তো শেষ লেখা’, আক্ষেপ শি-বিরোধীর

আরও পড়ুন: নাটালি সুলেমান, বিশ্বের কাছে তিনি অক্টামম, কেন জানেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement